মোদী বিরোধী আন্দোলনকে আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২১ সালে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়ির ধাক্কায় চার কৃষকের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। প্রায় এক বছর ধরে দিল্লি-পঞ্জাব সীমানায় চলতে থাকা কৃষক-বিক্ষোভের মধ্যে লখিমপুরের কৃষক-মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের নাম জড়িয়ে যাওয়ায় বিষয়টি অন্য মাত্রা পায়। এই ঘটনায় সেই সময় গোটা দেশ উত্তাল হয়ে ওঠে।
সেই লখিমপুর খেরি কাণ্ডের বর্ষপূর্তিতে আগামী ৩ অক্টোবর। সামনেই লোকসভা ভোট। তা মাথায় রেখেই এবার মোদী বিরোধী আন্দোলনের প্রস্তুতি শুরু করে দিচ্ছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। ওইদিন দেশজুড়ে কালা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। যন্তরমন্তরেও ব্যাপক প্রতিবাদ অবস্থানের ডাক দেওয়া হয়েছে। শুধুমাত্র দেশব্যাপী ধর্না অবস্থান কর্মসূচিই নয়। ৩ অক্টোবর দেশের প্রত্যেক রাজ্যের প্রতি জেলার সমস্ত ব্লকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ানোর সিদ্ধান্তও নিয়েছেন সর্বভারতীয় কৃষক নেতারা। সারা ভারত কিষান সভার সর্বভারতীয় সহ-সভাপতি হান্নান মোল্লা বলেন, ‘৩ অক্টোবর শুধুমাত্র নরেন্দ্র মোদীর নয়। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির কুশপুতুলও পোড়ানো হবে। কারণ লখিমপুর খেরিতে আন্দোলনকারী কৃষকদের উপর যেভাবে গাড়ি চালানো হয়েছিল, তার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন ওই কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রী তাঁর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এখনও পর্যন্ত তাঁকে বরখাস্ত করেননি। গ্রেপ্তারি তো অনেক পরের ব্যাপার।’