দেশ বিভাগে ফিরে যান

মহিলা সংরক্ষণ বিল আইনে পরিণত হল, বাস্তবায়িত হবে কবে?

September 30, 2023 | < 1 min read

মহিলা সংরক্ষণ বিল আইনে পরিণত হল, বাস্তবায়িত হবে কবে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহিলা সংরক্ষণ বিল বা নারী শক্তি বন্দন অ্যাক্ট এবার কার্যত আইনে পরিণত হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংবিধান সংশোধনী বিলে সই করেছেন। শুক্রবার এই বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। এই আইন অনুযায়ী, এবার থেকে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে।

তবে এই আইন তখনই ফলপ্রসূ হবে যখন জনগণনা ও খসড়া তালিকা প্রকাশ করা হবে। সেটা বাস্তবে করতে গেলে মোটামুটি ২০২৯ সালের লোকসভা ভোট হয়ে যেতে পারে। সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর ২০২৩ এই সংসদীয় অ্য়াক্টে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি। এর আগে বৃহস্পতিবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সম্মতি জানিয়েছিলেন। এরপর সেটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। এদিকে রাষ্ট্রপতি সই করার পরে এটা এবার দেশের আইন হিসাবে গণ্য করা হল।

প্রায় সর্বসম্মতিক্রমে এই বিল পাস করা হয়েছিল। লোকসভা ও রাজ্য সভায় এর সম্মতি মিলেছিল। এই মাসের প্রথম দিকে সংসদের বিশেষ অধিবেশনে এই সম্মতি মিলেছিল। পাস হয়েছিল এই বিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Women, #Women Reservation Bill, #India

আরো দেখুন