বাংলাতেই রয়েছে ভারতের প্রাচীনতম দুর্গামূর্তি? জানেন কোথায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের প্রাচীনতম দুর্গা প্রতিমা বিরাজ করছেন এই বাংলায়। লাল মাটির দেশ পুরুলিয়াতেই রয়েছে ভারতের সব থেকে পুরনো দুর্গা মূর্তি। পুরুলিয়া শহর থেকে ২৭ কিলোমিটার দূরে, কংসাবতী নদীর তীরে জঙ্গলে ঘেরা দেউলঘাটা অঞ্চলে রয়েছে দুর্গমন্দির। মন্দিরটির বয়স প্রায় দু’হাজার বছরেরও বেশি। পোড়া মাটির এই মন্দিরেই অধিষ্ঠান করেন দেবী দুর্গা।
মন্দিরের স্থাপত্যশৈলী বৌদ্ধ মন্দিরের প্রভাব লক্ষ্য করা যায়। পাল বংশের আমলে তৈরি হয়েছিল এই মন্দির। মন্দিরের গাত্রে রয়েছে পাথরের ভাস্কর্য। মাতৃ মুর্তি চিরাচরিত দেবী দুর্গার রূপ নয়। দেবীর বর্ণ কালো। মায়ের বাম পা মহিষের উপর থাকলেও, এখানে তা নয়। এখানে দেবীর ডান পা রয়েছে মহিষের উপরে। দেবী মূর্তির মাথার উপর রয়েছে চক্র স্তম্ভ। পায়ের তলায় রয়েছে পরীদের মূর্তি।
শোনা যায়, দেবী মূর্তি একদা গাছের তলায় পূজিতা হতেন। পরে বিগ্রহ মন্দিরে এনে স্থাপন করা হয়। নিয়ম মেনে নিত্য পুজো হয়। পুজোর চার দিন বিশেষ পুজো হয়। মহালয়ার দিন থেকে চণ্ডী পাঠ দিয়ে শুরু হয় পুজো। বলিদান চলে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ছাগ বলি হয়। পুজো দেখতে ভিড় জমান বহু মানুষ। পুজো দেখতে দেশের বাইরে থেকেও ছুটে আসে বহু মানুষ।