রাজ্য বিভাগে ফিরে যান

মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে কী নির্দেশিকা পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ?

October 1, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তরফে পর্ষদ অধীনস্থ স্কুলগুলির প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় কোনও প্রশ্নপত্রে কোনও রকম বিতর্কিত প্রশ্ন রাখা যাবে না। বিতর্কের পরিবেশ তৈরি হতে পারে, এমন কোনও প্রশ্ন করা যাবে না, বলেও জানানো হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের মর্যাদাহানি করে, এমন কোনও প্রশ্ন টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে যেন না থাকে। আরও বলা হয়েছে, স্কুলের পরীক্ষাপর্ব মিটে গেলে সব প্রশ্নপত্র যেন ইমেল মারফত মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠানো হয়।

বিগত বছর মাধ্যমিক পরীক্ষার টেস্টে বেশ কিছু স্কুলের তৈরি প্রশ্নপত্রকে কেন্দ্র করে বড়সড় বিতর্ক বেঁধেছিল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এক স্কুলের অঙ্ক প্রশ্নপত্র ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এক অঙ্কে শুভেন্দু ও নওশাদের মধ্যে ভাগাভাগির উল্লেখ করা হয়েছিল। ঘটনাচক্রে নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক হলেন শুভেন্দু অধিকারী এবং নওশাদ সিদ্দিকি হলেন বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক। বিরোধী দলের দুই বিধায়কের নাম পরীক্ষার প্রশ্নপত্রে থাকায় বিতর্কের মুখে পড়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।

মালদহের এক মিশনারি স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ভুগোলের প্রশ্নপত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর হিসেবে উল্লেখ করতে বলায় বিতর্ক বেঁধেছিল। জোড়া ঘটনায় অস্বস্তিতে পড়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সে’কারণে এবার আগেই বিজ্ঞপ্তি মারফত নিজেদের অবস্থান স্কুল কর্তৃপক্ষগুলিকে জানিয়ে দিল তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Board Of Secondary Education, #Madhyamik Examination 2023, #WBSE Question papers, #Madhyamik

আরো দেখুন