বেটিং চক্রে বলিউডের একাংশ! ED-র স্ক্যানারে সানি লিওনি-নেহা কক্করদের নাম
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অনলাইন বেটিং চক্রে নাম জড়িয়েছে বিটাউন খ্যাত সেলেবদের। মহাদেব বুক অ্যাপ নামক অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে ED তদন্ত শুরু করতেই উঠে এসেছে বলিউড তারকাদের নাম। অভিযোগ, দুবাইয়ে বেটিং চক্রের মাথা সৌরভ চন্দ্রকারের বিয়ের অনুষ্ঠিত হাজির হয়েছিলেন সানি লিওনি থেকে শুরু করে টাইগার শ্রফ, নেহা কক্কর, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানির মতো তারকারা।
জানা গিয়েছে যে, সৌরভ চন্দ্রকরের বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকায় ছিল আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, এলি আভ্ররাম, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতি খারবান্দা, নুশরাত ভরুচা এবং ক্রুশষ্ণা অভিষেকের নাম। ইডি আধিকারিক সূত্রে খবর, মহাদেব অ্যাপের অন্যান্য প্রমোটরেরা চন্দ্রকরের বিয়েতে প্রায় ২০০ কোটি টাকা খরচ করেছে। এমনকি নাগপুর থেকে দুবাইয়ে সৌরভের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা হয়েছিল ব্যক্তিগত জেট ।
ইডি সূত্রে খবর, এবার এই বলিউড তারকাদের সমন পাঠাতে পারে ইডি। আর্থিক অনিয়ম, বিদেশে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগ উঠছে সংস্থার বিরুদ্ধে। অনলাইন বেটিং চক্রের সঙ্গে তাদের কী যোগ, তা খতিয়ে দেখতেই বলিউড তারকাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘মহাদেব অ্যাপ’ নামে অনলাইন বেটিং সংস্থার দপ্তরে তল্লাশি অভিযান চালিয়ে ৪১৭ কোটি টাকা উদ্ধার করেছেন ED । এই অনলাইন বেটিং অ্যাপে মাঝবয়সী থেকে বয়স্করা টাকা লাগাতেন। প্রতারকরা টার্গেট করেছিল কলকাতা, মুম্বই, ভোপালের মতো মেট্রো শহর গুলোকে।