খেলা বিভাগে ফিরে যান

এশিয়ান গেমস: সোমবার সকালে এল ২টি ব্রোঞ্জ, পদক সংখ্যা বেড়ে ৫৫

October 2, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার সকালে স্পিড স্কেটিং ৩০০০ মিটার রিলেতে ভারতের পুরুষ ও মহিলা দল ২টি ব্রোঞ্জ পদক জিতে এশিয়ান গেমসের ৯ম দিন শুরু করল। এই নিয়ে মোট ৫৫টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।

আরিয়ানপাল সিংহ ঘুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইনগালে পুরুষদের ৩০০০ মিটার চাইনিজ তাইপেই এবং দক্ষিণ কোরিয়ার পিছনে শেষ করেন ।

মহিলাদের দলও এই খেলায় ব্রোঞ্জ জেতেন। সঞ্জনা বাথুলা, কার্থিকা জগদীশ্বরণ, হিরাল সাধু ও আরাথি কস্তুরি রাজ ৩০০০ মিটার শেষ করেন চাইনিজ তাইপেই এবং দক্ষিণ কোরিয়ার পিছনে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sutirtha Mukherjee, #asian games 2023, #Ayhika Mukherjee, #Indian players

আরো দেখুন