উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা

October 2, 2023 | < 1 min read

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদার বিস্তীর্ণ এলাকায়। এছাড়া অরুণাচলপ্রদেশ, ত্রিপুরা, বাংলাদেশ, ভুটানেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে কোচবিহার জেলার মাটি। প্রথমে হালকা একটা ঝাঁকুনি তার পর মৃদু কম্পন অনুভূত হয় জেলা জুড়েই। কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, শীতলখুচি— সব জায়গাতেই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গের একাধিক জেলা।

জানা গিয়েছে, মেঘালয়ের গারো পাহাড়ের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উত্সস্থল। কম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর মেলেনি। তবে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন অনেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #North Bengal, #earthquake

আরো দেখুন