পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? কেন সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ষা বিদায় নিতে চলেছে, দিল্লিসহ উত্তর-পশ্চিম ভারতের বড় অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু বাংলায় শেষবেলায় বৃষ্টির ঝোড়ো ব্যাটিংয়ে চিন্তিত বাঙালিরা। এবার দুর্গাপুজো অক্টোবরের তৃতীয় সপ্তাহে পড়েছে। আবহাওয়াবিদরা মনে করছেন তার আগেই রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে।
১০ অক্টোবরের আশপাশে বাংলা থেকে বর্ষা বিদায় নেয়। কিন্তু পুজোর দিনগুলির আবহাওয়া কেমন থাকতে পারে, তা নিয়ে এখনই বলতে চাইছেন না আবহাওয়াবিদরা। কারণ অক্টোবর-নভেম্বর মাসে পশ্চিমবঙ্গসহ পূর্ব উপকূলের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার একাধিক নজির রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষার মধ্যে পুজো পড়লে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকত না। সম্প্রতি সেপ্টেম্বর-অক্টোবরে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেটি কিছুদিন পরে হলেই ঘূর্ণিঝড়ের রূপ নিত। এপ্রিল-মে-র মতোই, অক্টোবর-নভেম্বর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়প্রবণ হিসেবে চিহ্নিত। এ’সময় চীন সাগরের দিক থেকে আসা নিম্নচাপগুলি থাইল্যান্ড-মায়ানমার উপকূল হয়ে আন্দামান সাগরে এসে শক্তি বাড়াতে শুরু করে। নিম্নচাপগুলি বঙ্গোপসাগরে এসে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। বঙ্গোপসাগরের জলের উষ্ণতা বৃদ্ধির কারণে এইসময়ে নিম্নচাপগুলি শক্তিশালী হয়। শক্তি বাড়িয়ে মায়ানমার, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, এমনকী তামিলনাড়ু উপকূলের দিকেও ঘূর্ণিঝড়গুলি অগ্রসর হয়।
সাম্প্রতিক অতীতে ২০১৯-র নভেম্বরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আছড়ে পড়েছিল বাংলার সুন্দরবন উপকূলে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। গত অক্টোবরের শেষ দিকে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ সৃষ্টি হয়েছিল। যদিও তা চলে গিয়েছিল বাংলাদেশের বরিশাল উপকূলে। ১৯৯৯ সালে ওড়িশার সুপার সাইক্লোন আছড়ে পড়েছিল অক্টোবরের শেষ সপ্তাহে। ফাইলিনসহ কয়েকটি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়েছে এই সময়ে। উনিশ শতকেও অক্টোবর-নভেম্বরে ঘূর্ণিঝড় আছড়ে পড়ায়, কলকাতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
পুজোর পর নভেম্বর মাসজুড়ে রয়েছে কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, ছট প্রভৃতি অনুষ্ঠান। উৎসবের মরশুমের সময়টা ঘূর্ণিঝড়প্রবণ। আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, বঙ্গোপসাগরে এই সময়টায় ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবণতা থাকে। তবে তা কোনদিকে যাবে, সেটা অনিশ্চিত। গণেশবাবু বলছেন, একটি নিম্নচাপ ঝাড়খণ্ডে রয়েছে এখন। সেটি সরে গেলেই বঙ্গে বর্ষার বিদায় প্রক্রিয়া শুরু হতে পারে।