খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: আজ দশম দিনে কেমন ফল করলেন ভারতীয়রা?

October 3, 2023 | 2 min read

আজ দশম দিনে কেমন ফল করলেন ভারতীয়রা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:এশিয়ান গেমসের দশমদিন ভারতীয়দের জন্য ভাল কাটল। নজর কেড়েছেন ভারতীয় অ্যাথলিটরা। আন্নু রানী মহিলাদের জ্যাভলিন থ্রো বিভাগে সোনা জিতেছেন। পারুল চৌধুরী, যিনি সোমবার মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেসে রৌপ্য জিতেছেন, এদিন তিনি মহিলাদের ৫০০০ মিটার ফাইনালে সোনা জিতে ইতিহাস গড়লেন। এদিকে, ভিথ্যা রামরাজ মহিলাদের ৪০০ মিটার ফাইনালে ব্রোঞ্জ পদক জিতেছেন। পুরুষদের ৮০০ মিটারে রুপো জিতেছেন মোহাম্মদ আফসাল। পুরুষদের ট্রিপল জাম্প ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন প্রবীণ চিত্রভেল। তেজস্বিন শঙ্কর পুরুষদের ডেক্যাথলন ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে ভারতের পদক সংখ্যায় আরও একটি রৌপ্য পদক যোগ করেন।
এবার দেখে নেওয়া যাক এশিয়ান গেমসে আজকের দিনটা ভারতের কেমন কাটল-

এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা-
সোনা: ১৫টি
রুপো: ২৬টি
ব্রোঞ্জ: ২৮টি

এখন পর্যন্ত দশম দিনের ফলাফল

স্বর্ণপদক: পারুল চৌধুরী মহিলাদের ৫০০০ মিটারে সোনা জিতেছেন।
স্বর্ণপদক: আন্নু রানী মহিলাদের জ্যাভলিন থ্রো ফাইনালে সোনা জিতেছেন।
রৌপ্য পদক: তেজস্বিন শঙ্কর পুরুষদের ডেকাথলনে রুপো জিতেছেন।
ব্রোঞ্জ পদক: পুরুষদের ট্রিপল জাম্পে ব্রোঞ্জ জিতেছেন প্রবীণ চিত্রভেল।
রৌপ্য পদক: মোহাম্মদ আফসাল পুরুষদের ৮০০ মিটারে রুপো জিতেছেন।
ব্রোঞ্জ পদক: মহিলাদের ৪০০ মিটার হার্ডলেসে ব্রোঞ্জ জিতেছেন বিথ্যা রামরাজ।
ব্রোঞ্জ পদক: মহিলাদের ৫৪ কেজি বক্সিংয়ে প্রীতি পাওয়ার ব্রোঞ্জ জিতেছেন।
ব্রোঞ্জ পদক: পুরুষদের ক্যানো ডাবল ১০০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন অর্জুন সিং ও সুনীল সিং।
ব্রোঞ্জ পদক: পুরুষদের +৯২ কেজি বক্সিংয়ে একটি ব্রোঞ্জ জিতেছেন নরেন্দ্র।
পুরুষদের ক্রিকেট: নেপালকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত।
কাবাডি: ভারতের পুরুষরা বাংলাদেশকে ৫৫-১৮ পয়েন্টে এবং মহিলার পরাজিত করেছে দক্ষিণ কোরিয়াকে ৫৬-২৩ পয়েন্টে।
মহিলা হকি: ভারত হংকংকে ১৩-০ গোলে এ গ্রুপে হারিয়েছে।
তীরন্দাজি (কম্পাউন্ড): ওজস প্রভিন দেওতালে এবং অভিষেক সর্বভারতীয় ব্যক্তিগত পুরুষদের ইভেন্টে ফাইনালে উঠেছেন (অক্টোবরের ৭ তারিখ ফাইনাল), জ্যোতি সুরেখা ভেন্নাম মহিলাদের ফাইনালে এবং অদিতি ব্রোঞ্জের জন্য লড়বেন (দুজনেই ৭ অক্টোবর খেলবেন)।
তীরন্দাজি (রিকার্ভ): অতনু দাস এবং ধীরাজ বোম্মাদেভারা কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন।
ব্যাডমিন্টন: পিভি সিন্ধু, এইচএস প্রণয়, কিদাম্বি শ্রীকান্ত যথাক্রমে মহিলা এবং পুরুষদের একক রাউন্ড-অফ-১৬-এ প্রবেশ করেছেন।
মহিলাদের ৮০০ মিটার: কুমারী চন্দ, হারমিলন বেন্স ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন।
পুরুষদের ৪x৪০০ মিটার: ভারত ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে।
স্কোয়াশ: সৌরভ ঘোষাল পুরুষদের একক সেমিফাইনালে উঠেছে, অভয়-আনাহাট এবং দীপিকা-হরিন্দরপালও মিশ্র দ্বৈতে সেমিফাইনালে উঠেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Asian Games, #India At AG22, #India at Asian Games, #Day 10

আরো দেখুন