খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে সোনা পেলেন পারুল চৌধুরী

October 3, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার হ্যাংঝাউয়ে মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল চৌধুরী এবং ব্রোঞ্জ জিতেছিলেন প্রীতি। মঙ্গলবার গেমসের দশম দিনে দেশকে সোনা এনে দিলেন সেই পারুল চৌধুরী। ৫০০০ মিটার দৌড় বিভাগে সোনা জিতলেন এই ভারতীয় অ্যাথলিট। এশিয়ান গেমসের ইতিহাসে মহিলাদের ৫,০০০ মিটার দৌড়ে এটাই ভারতের প্রথম সোনা। ফলে নতুন ইতিহাস গড়লেন পারুল চৌধুরী।

দুর্দান্ত ফিনিশিংয়ের সুবাদে এদিন জাপানের হিরোনাকার হাত থেকে সোনা ছিনিয়ে নেন পারুল। দৌড় শেষ করতে ১৫ মিনিট ১৪.৭৫ সেকেন্ড নেন পারুল। সেখানে হিরোনাকা দৌড় শেষ করেন ১৫ মিনিট ১৫.৩৪ সেকেন্ডে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Asian Games, #India at Asian Games, #Athletics, #parul chwdhury, #gold

আরো দেখুন