পেরোচ্ছে দু’কোটির গণ্ডি! নতুন করে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হওয়ার দু’বছরেই উপভোক্তা সংখ্যা ছাড়াচ্ছে ২ কোটির গণ্ডি। সদ্য শেষ হওয়া ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে আবেদনকারী আরও ৯ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দিতে চলেছে রাজ্য। নতুন করে যুক্ত হওয়া ৯ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শীঘ্রই টাকা পাঠানো শুরু হবে বলে জানা গিয়েছে।
এখন ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩১ জন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। নতুন করে ৯ লক্ষ উপভোক্তা যোগ হলে, তা ২ কোটি ছাড়াবে। উপভোক্তা সংখ্যার নিরিখে লক্ষ্মীর ভাণ্ডার রেকর্ড সৃষ্টি করবে বলেই জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা। উল্লেখ্য, এই প্রকল্পের অধীন তফসিলি জাতি ও উপজাতির উপভোক্তারা প্রতি মাসে এক হাজার টাকা, আর বাকিরা ৫০০ টাকা করে পান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পঞ্চায়েত ভোটে বাংলার শাসকদলকে ফায়দা দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা মোদী সরকার আটকে রাখলেও, বাংলার গ্রামীণ অর্থনীতিকে কিছুটা হলেও সচল রেখেছে লক্ষ্মীর ভাণ্ডার, এমনই মত সমাজবিদদের। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রতি মাসে রাজ্যের খরচ হয় প্রায় ১০৯০ কোটি টাকা। নতুন করে ৯ লক্ষ উপভোক্তা যুক্ত হওয়ায়, প্রতিমাসে আরও ৪৫ কোটি টাকা খরচ বাড়ল। এক বছরে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা ব্যয় হবে লক্ষ্মীর ভাণ্ডারে।