রাজ্য বিভাগে ফিরে যান

সংগঠন নয়, চব্বিশের লড়াইয়ে বঙ্গ BJP-র হাতিয়ার কল সেন্টার?

October 3, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সভা, সমিতি, মিটিং, মিছিল নয়, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির ভরসা কল সেন্টার। নেতা-কর্মীদের সক্রিয়তা বা শক্তিশালী সংগঠনের বদলে তাদের ভরসা কল সেন্টারে! অবাক হতে হয় বটে! লোকবল নেই, তাই ভরসা বলতে ফোন কল?এবার রাজ্য থেকে বুথস্তর পর্যন্ত বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে ভাড়া করা পেশাদারি সংস্থাকে দিয়ে। সে’জন্য রাজ্যজুড়ে ১৭টি কল সেন্টার গড়ে তোলা হচ্ছে। খরচ হচ্ছে প্রায় তিন কোটি টাকা। এক-একটি কল সেন্টারের অধীনে থাকবে দুই থেকে তিনটি লোকসভা কেন্দ্র। মাইনে করা কর্মীরা কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের নির্দেশ জেলা, মণ্ডল থেকে শুরু করে বুথস্তর পর্যন্ত পৌঁছে দেবে। বিজেপির তৃণমূলস্তরের বিভিন্ন কর্মসূচির রিপোর্টও সেন্টার থেকে যাবে উপরওয়ালার কাছে পৌঁছে যাবে।

চলতি মাসেই কল সেন্টারগুলি চালু হয়ে যাবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ২৫ জন করে কর্মী নিয়োগ হবে। কল সেন্টারের প্রত্যেক কর্মীর জন্যই থাকবে ল্যাপটপ। প্রতিটির দাম কমপক্ষে ৩৫ হাজার টাকা। তাঁদের ১৫ হাজার টাকা করে বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন জেলা শহর তথা গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ি ভাড়া নিচ্ছে বিজেপি। সিসিটিভি, নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগসহ অফিস পরিকাঠামোর জন্য কল সেন্টার পিছু প্রায় ২ লক্ষ টাকা খরচ হচ্ছে। শনিবার বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসালের উপস্থিতিতে বিজেপির সল্টলেকের অফিসে বৈঠক হয়। সেখানেই কল সেন্টারের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে।

কল সেন্টারের পরিকল্পনা বাস্তবায়িত করতে একজন করে পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক আগেই নিয়োগ করেছ বিজেপি। যদিও কর্মী নিয়োগ থেকে কেন্দ্র পরিচালনার যাবতীয় কাজ করবে বেসরকারি এজেন্সি। এখানেই ক্ষোভ বাড়ছে, কল সেন্টারের কর্মীরা বেতন পেলেও, দলের ছেলেরা কিছুই পাবে না! সুনীল বনসল জানিয়েছেন, কর্মীদের সপ্তাহে একবার কল সেন্টারে যেতে হবে। কল সেন্টারের ভাড়া করা কর্মীদের সুবিধা-অসুবিধার কথা জানাতে হবে জেলা ও রাজ্য নেতৃত্বকে।

রাজনৈতিক মহলের মতে, বাংলার প্রধান বিরোধী দল কার্যত মাঠে ময়দানের রাজনীতি ভুলতে বসেছে। রাস্তায় নেমে আন্দোলনে দেখা যায় না তাদের। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বঙ্গ বিজেপির একাধিক লবির নেতাদের মুখ দেখাদেখি বন্ধ, সংগঠনের হাল বেহাল। বাংলার বিজেপির পতাকা ধরার লোক নেই। তাই কি ভাড়া করা লোকদের দিয়ে ভোট বৈতরণী পেরোতে চাইছে বিজেপি?

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #Modi Government, #Loksabha Election 2024

আরো দেখুন