রাজ্য বিভাগে ফিরে যান

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বৃষ্টিতে ভাসবে বাংলা, কবে কাটবে দুর্যোগ?

October 3, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলা জুড়ে বৃষ্টির দাপট অব্যাহত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এবং পাশাপাশি একটি ঘূর্ণাবর্তও রয়েছে। ফলে আজও রাজ্যের বিভিন্ন জেলায় চলবে ঝড়-বৃষ্টি-বজ্রপাত। আপাতত ২-৩ দিন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ মঙ্গলবার রাজ্যের ৭টি জেলাতে বন্যার সতর্কতা। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজ ৩ অক্টোবর মঙ্গলবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বৃহস্পতিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Monsoon, #West Bengal, #Weather forecast, #monsoon, #Weather Update, #Weather

আরো দেখুন