খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: আজ একাদশতম দিনে কেমন ফল করলেন ভারতীয়রা?

October 4, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার এশিয়ান গেমসের একাদশতম দিনে একাধিক নজির গড়লেন ভারতীয় ক্রীড়াবিদরা। এদিন সকালেই জ্যোতি সুরেখা ভেন্নাম ও ওজাস দেওটেল দক্ষিণ কোরিয়ার তিরন্দাজদের হারিয়ে কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জিতে নেন। এদিন জ্যাভলিন থ্রো ফাইনালে নেমেছিলেন দুই ভারতীয়- নীরজ চোপড়া ও কিশোর জেনা। নীরজ জেতেন সোনা, কিশোর জেতেন রুপো। এশিয়াডে ছেলেদের ৪০০X৪ মিটার দৌড়ে ৬১ বছর পর সোনা জিতেছে ভারত। ৮০০ মিটারের রেসে, রুপো জিতেছেন হারমিলান বেইনস। মহিলাদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগে রুপো জিতেছেন লভলিনা বোরগোহাইন।

এবার দেখে নেওয়া যাক এশিয়ান গেমসে সামগ্রিকভাবে আজকের দিনটা ভারতের কেমন কাটল-

এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা:

সোনা: ১৮টি
রুপো: ২৬টি
ব্রোঞ্জ: ৩২টি

এখনও পর্যন্ত একাদশতম দিনের ফলাফল-

তিরন্দাজি: ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম, প্রবীণ ওজস দেওতালে তিরন্দাজির কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছেন।

কুস্তি: সুনীল কুমার পুরুষদের গ্রিকো-রোমান ৮৭ কেজিতে ব্রোঞ্জ পদক জিতেছেন।

বক্সিং: পারভীন মহিলাদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ জিতেছেন।

  • চীনের লি কিয়ানের কাছে ফাইনালে হেরে মহিলাদের ৭৫ কেজি বিভাগে রুপো জিতেছেন লভলিনা বোরগোহাইন।

অ্যাথলেটিক্স: ৩৫ কিমি রেস ওয়াক মিক্সড টিম ইভেন্টের ফাইনালে ভারত ব্রোঞ্জ জিতেছে।

  • মহিলাদের ৮০০ মিটার ফাইনালে রুপো জিতেছেন হারমিলন বেইনস।
  • অবিনাশ সাবলে পুরুষদের ৫০০০ মিটার ফাইনালে রৌপ্য জিতেছেন।
  • ভারতের মহিলাদের ৪x৪০০ মিটার রিলে দল রৌপ্য জিতেছে।
  • পুরুষদের জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া সোনা জিতেছেন, কিশোর কুমার জেনা জিতেছেন রুপো।
  • ভারতীয় পুরুষদের ৪x৪০০ মিটার রিলে দল সোনা জিতেছে।

স্কোয়াশ: মিক্সড ডাবলসের সেমিফাইনালে ভারতের আনাহাত সিং, অভয় সিং মালয়েশিয়ার আইফা বিনতির কাছে পরাজিত হয়ে ব্রোঞ্জ দাবি করেছেন।

  • দীপিকা পাল্লিকাল, হরিন্দর পাল সিং সান্ধু মিক্সড ডাবলসে সেমিফাইনালে হংকংয়ের কা ই লি, চি হিম ওংকে হারিয়ে ফাইনালে উঠেছেন।
  • পুরুষদের একক সেমিফাইনালে পৌঁছলেন বাংলার সৌরভ ঘোষাল।

কাবাডি: ভারতের পুরুষরা গ্রুপ এ-তে থাইল্যান্ডকে ৬৩-২৬ পয়েন্টে হারিয়েছে।

  • মহিলাদের কাবাডিতে ভারত থাইল্যান্ডকে ৫৪-২২ পয়েন্টে হারিয়েছে।

কুস্তি: পুরুষদের গ্রিকো-রোমান ৬৭ কেজি ১/৮ বিভাগের ফাইনালে উজবেকিস্তানের মাখমুদ বখশিলোয়েভের কাছে হেরেছেন নীরজ।

  • পুরুষদের গ্রিকো-রোমান ৮৭ কেজি সেমিফাইনালে সুনীল কুমার ইরানের নাসের আলিজাদেহের কাছে হেরেছেন।

ব্যাডমিন্টন: পিভি সিন্ধু ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়ারদানিকে হারিয়ে মহিলাদের একক কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

  • এইচএস প্রণয় কাজাখস্তানের দিমিত্রি প্যানারিনকে হারিয়ে পুরুষদের একক কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন।
  • মহিলাদের ডাবলসের প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের ট্রিসা জলি, গায়ত্রী গোপীচাঁদ দক্ষিণ কোরিয়ার সোয়েয়ং কিম এবং হেইয়ং কং-এর কাছে হেরেছেন।
  • ভারতের সাতবিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি তাদের পুরুষদের ডাবলসের প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার লিও রলি কার্নান্দো এবং ড্যানিয়েল মার্থিনকে পরাজিত করেছেন।

ভলিবল: ভারত মহিলারা নেপালকে হারিয়েছে।

হকি: পুরুষদের হকি সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া ৫-৩ গোলের ব্যবধানে হারিয়েছে ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #Asian Games, #asian games 2023

আরো দেখুন