খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: একাদশতম দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারত?

October 4, 2023 | 2 min read

একাদশতম দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হ্যাংঝাউ এশিয়ান গেমস ক্রমশ শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। একাধিক ইভেন্টের শেষ কয়েক দিন উত্তেজনা, অ্যাকশন এবং রোমাঞ্চে পূর্ণ হতে চলেছে। ভারতীয় ক্রীড়াবিদদেরও রয়েছে আরও পদক জয়ের সম্ভাবনা। ভারতীয় ক্রীড়াবিদরা ইতিমধ্যেই একাধিক বিভাগে পদক জিতেছেন, প্রতিদিনই নতুন নতন রেকর্ড গড়ছেন, ভাঙছেন। ফলে শেষ পর্যন্ত ভারতে কতগুলি পদক আসতে চলেছে, সেদিকে নজর থাকবে সকলের।

বুধবার গেমসের একাদশতম দিনেও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে নামতে চলেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। তীরন্দাজি, জ্যাভলিন, কাবাডি, অশ্বারোহণ-এর মতো একাধিক বিভাগে প্রতিদ্বন্দিতা করবেন তাঁরা।

দেখে নিন এশিয়ান গেমসে ভারতের একাদশতম দিনের পূর্ণাঙ্গ সূচি-
৪:৩০ : অ্যাথলেটিক্স – ভারত (৩৫ কিমি রেস ওয়াক মিক্সড টিম ফাইনাল)
৬:০০ : কাবাডি – ভারত বনাম থাইল্যান্ড (পুরুষ দল গ্রুপ এ)
৬:১০ : তীরন্দাজি – ভারত বনাম মালয়েশিয়া (কম্পাউন্ড মিক্সড টিম কোয়ার্টার ফাইনাল)
৬:৩০ : অশ্বারোহণ – যশ নেন্সি, কিরাত নাগরা, তেজস ধিংরা (জাম্পিং ইন্ডিভিজুয়াল কোয়ালিফায়ার রাউন্ড ১)
৬:৩০ : অশ্বারোহণ – টিম ইন্ডিয়া (জাম্পিং টিম রাউন্ড ১)
৮:০০: ভলিবল – ভারত বনাম নেপাল (মহিলাদের শ্রেণীবিভাগ পুল জি)

৯:০৫ : স্পোর্ট ক্লাইম্বিং – ভারত (মহিলাদের স্পিড রিলে যোগ্যতা)
১০:৩০ : ডাইভিং – সিদ্ধার্থ পরদেশী (পুরুষদের ১০ মিটার প্ল্যাটফর্ম প্রাথমিক)
১১:৫০ : তীরন্দাজি – ভারত বনাম ইন্দোনেশিয়া (রিকার্ভ মিক্সড টিম কোয়ার্টার ফানাল)
১:৩০ : কাবাডি – ভারত বনাম থাইল্যান্ড (মহিলা দল, গ্রুপ এ)
১:৩০ : হকি – ভারত বনাম দক্ষিণ কোরিয়া (পুরুষদের সেমিফাইনাল)

৪:৩০ : অ্যাথলেটিক্স – জেসি সন্দেশ, সর্বেশ কুশারে (পুরুষদের হাই জাম্প ফাইনাল)
৪:৩৫ : অ্যাথলেটিক্স – নীরজ চোপড়া, কিশোর জেনা (পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল)
৪:৪০ : অ্যাথলেটিক্স – শিনা ভার্কি (মহিলাদের ট্রিপল জাম্প ফাইনাল)
৪:৫৫ : অ্যাথলেটিক্স – হারমিলন বেইনস, চন্দা (মহিলাদের ৮০০ মিটার ফাইনাল)
৫:১০ : অ্যাথলেটিক্স – গুলভীর সিং, অবিনাশ সাবলে (পুরুষদের ৫০০০ মিটার ফাইনাল)
৫:৪৫ : অ্যাথলেটিক্স – টিম ইন্ডিয়া (মহিলাদের ৪x৪০০ মিটার রিলে ফাইনাল)
৬:০৫ : অ্যাথলেটিক্স – টিম ইন্ডিয়া (পুরুষদের ৪x৪০০ মিটার রিলে ফাইনাল)

TwitterFacebookWhatsAppEmailShare

#Asian Games, #India at Asian Games, #day 11

আরো দেখুন