← রাজ্য বিভাগে ফিরে যান
মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ডাক কর্মীদের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করছেন ডাক বিভাগের কর্মীরা। অল্প সংখ্যক কর্মীদের দিয়ে বিপুল পরিমাণ কাজ করানো হয় বলে অভিযোগ উঠছে। ডাক বিভাগে নিয়মিত নিয়োগ হয় না বলেও, অভিযোগ আনছেন ডাক কর্মীরা।
সোমবার বহরমপুরের কালেক্টরেট ক্লাবে সারা ভারত ডাক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক জেলা সম্মেলন আয়োজিত হয়। সেখানেই দাবি ওঠে, ডাকবিভাগের যেন কোনওভাবেই বেসরকারিকরণ না হয়। জেলার বিভিন্ন প্রান্তের ডাক কর্মীরা সম্মেলনে হাজির ছিলেন। ডাক কর্মীদের দাবি, তাঁদের উপর থেকে কাজের চাপ কমাতে হবে। বহু জায়গায় বহু পদে কোনও কর্মী নেই। বাড়তি শ্রম দিয়ে অল্প সংখ্যক কর্মীকে সেই কাজ সারতে হয়। ডাক কর্মীদের দাবি, তাঁদের প্রতি মোদী সরকারের বঞ্চনা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।