রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার কোথায় তৈরি হচ্ছে ‘গেটওয়ে অব বেঙ্গল’?

October 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্ববাংলা গেট রয়েছে নিউটাউনে, সেখানে রেস্তরাঁসহ বিনোদনের ব্যবস্থাও রয়েছে। এবার বিশ্ববাংলা গেটের আদলে সীমান্ত শহর বনগাঁয় তৈরি হতে চলেছে ‘গেটওয়ে অব বেঙ্গল’। বনগাঁ শহরকে বাংলাদেশসহ বিদেশিদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেই এহেন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি পুর কর্তৃপক্ষের। মনে করা হচ্ছে, এতে পুরসভার আয় বাড়বে। অন্যদিকে কর্মসংস্থানও হবে।

জানা গিয়েছে, বনগাঁ-চাকদহ রোডের উপর পূর্তদপ্তরের জায়গাতে তৈরি হবে গেটওয়ে অব বেঙ্গল। যার উচ্চতা হবে ৫৫ ফুট। চওড়া হবে ৪০ ফুট। থাকবে রকমারি খাবারের ব্যবস্থা। রেস্তরাঁয় ওঠার জন্য দুটি লিফট থাকবে। দেশি ও বিদেশি সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারবেন পর্যটকরা। ক্রিস্টালের গেটওয়ে অব বেঙ্গলে, একসঙ্গে ৫০ জনের বসে খাওয়ার ব্যবস্থা করা হবে।

গেটওয়ে অব বেঙ্গলে রেস্তরাঁসহ যাবতীয় বিনোদন ব্যবস্থার পরিচালনার দায়িত্বে থাকছে বনগাঁ পুরসভা। রান্নার কাজে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়োগ করা হবে। এছাড়াও বিদেশি পদ রাঁধতে পারদর্শীদের কর্মসংস্থানের সুযোগও দেবে বনগাঁ পুরসভা। পেট্রাপোল স্থলবন্দরটি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত। বাংলাদেশ থেকে সেখানে এসে, বনগাঁ শহরের উপর দিয়েই বিদেশিরা কলকাতামুখী হন। বিদেশিদের কাছে বনগাঁ শহরকে আরও আকর্ষণীয় করতেই পুরসভার এই উদ্যোগ নিয়েছে। গেটওয়ে অব বেঙ্গলের নকশা তৈরি হয়ে গিয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর সম্মতিও দিয়েছে। শোনা যাচ্ছে, দ্রুত কাজ শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bangaon, #Gateway of Bengal, #West Bengal

আরো দেখুন