নিম্নচাপের জেরে বাংলাজুড়ে অব্যাহত ভারী বৃষ্টির ব্যাটিং, চলবে কতদিন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সঙ্গে একটানা বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে রাজ্যে ৫ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
বুধবার নিম্নচাপ রাজ্যের আরও কাছাকাছি চলে আসবে। ফলে মুর্শিদাবাদ, নদীয়া এবং বীরভূমে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলায়। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
অন্যদিকে ৫ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। ৭ তারিখ শুক্রবারের পরে উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে।