উত্তরবঙ্গের ধ্বস বিধ্বস্ত এলাকা থেকে ১৮০০ জনকে উদ্ধার করল প্রশাসন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ। যার ফলে ধ্বস নেমেছে দুই এলাকায়। প্রায় ১৮০০ জন মানুষকে পাহাড় থেকে সরানো হয়েছে।
দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় সড়ক, গ্রামীণ রাস্তা, সেতু ও প্রচুর বাড়িঘর, শিলিগুড়ির সঙ্গে কালিম্পংয়ের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ২০০ জন মানুষ আশ্রয় নিয়েছে দার্জিলিংয়ের একটি ক্যাম্পে।
দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল জানালেন, ধ্বসে তেমন ক্ষতি নাহলেও পরিস্থিতির উপর নজর রাখছেন তারা। প্রত্যেক দপ্তরের আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি জানালেন পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। বিধ্বস্ত এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করার কাজ চলছে।
১৯ মাইল, মল্লি, লিকউভি ও গোলখোলায় জাতীয় সড়ক কার্যত ধসে গিয়েছে। লাভা, পেডং, কালিম্পং-১ ও গোরুবাথানের ১০ জায়গায় ধ্বস নেমেছে। পেডংয়ের কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সেতু।
একটি গ্রামের ৭০ জন গ্রামবাসীকে ত্রাণ সরবরাহ করছে রংলিরংলিয়ট ব্লক প্রশাসন।