খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: আজ দ্বাদশতম দিনে কেমন ফল করলেন ভারতীয়রা?

October 5, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হ্যাংঝাউয়ে এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে বেশি পদক জয়ের নজির গড়ে ফেলেছে ভারত। এবার নয়া লক্ষ্যের দিকে এগোচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। সব মিলিয়ে দেশের পদক সংখ্যা যেন ১০০ ছাড়িয়ে যায়, তার জন্য জান লড়িয়ে দিচ্ছেন। বৃহস্পতিবারই অর্থাৎ গেমসের দ্বাদশতম দিনে তিনটি সোনা এসেছে ভারতের ঝুলিতে। চাইনিজ তাইপেকে পরাজিত করে ভারত কম্পাউন্ড মহিলা দলের তিরন্দাজরা সোনা জিতেছেন। একই বিভাগে পুরুষ তিরন্দাজদের দলও সোনা জিতেছে। তবে সাফল্যের পাশাপাশি রয়েছে স্বপ্নভঙ্গের কাহিনীও। পদকের অন্যতম দাবিদার পি ভি সিন্ধু কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন। ভারত মহিলা হকি দল সেমিফাইনালে চীনের কাছে পরাজিত হয়েছে।

এবার দেখে নেওয়া যাক এশিয়ান গেমসে সামগ্রিকভাবে আজকের দিনটা ভারতের কেমন কাটল-

এখন পর্যন্ত ভারতের পদক

সোনা: ২১টি
রুপো: ৩২টি
ব্রোঞ্জ: ৩২টি

ফলাফল-

তিরন্দাজী: কম্পাউন্ড মহিলা দল ফাইনালে সোনা।

  • কম্পাউন্ড পুরুষ দলের ফাইনালে সোনা।

পুরুষদের ম্যারাথন: মান সিং অষ্টম স্থানে শেষ করেছেন

  • আপ্পাচাংদা, বেলিয়াপ্পা শেষ করেছেন ১৩তম স্থানে।

ব্যাডমিন্টন: পিভি সিন্ধু মহিলাদের একক কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছেন।

রোলার স্কেটিং: চার্লস প্রাথমিক দ্বিতীয় দৌড়ে ১২ তম স্থান অর্জন করেছে

  • শ্রেয়সী প্রাথমিক দ্বিতীয় দৌড়ে 13 তম স্থান অর্জন করেছেন

সেপাকতাক্র: পুরুষদের প্রাথমিক গ্রুপ বি-তে ভারত থাইল্যান্ডের কাছে ০-২ হেরেছে।

  • মহিলাদের প্রাথমিক গ্রুপ এ-তে চিনের বিরুদ্ধে ভারত ২-১ ব্যবধানে জয় পেয়েছে।

সফ্ট টেনিস: মিক্সড ডাবলস গ্রুপ ১-এ চাইনিজ তাইপের কাছে হেরেছে ভারত।

কুস্তি: মহিলাদের ফ্রিস্টাইল ৫৭ কেজি কোয়ার্টার ফাইনালে জাপানের সুগুমি সাকুরাইনের কাছে হেরে গেলেন মানসি।

  • মহিলাদের ফ্রিস্টাইল কুস্তি ৫০ কেজি কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার নামুন্টসেটসেগ সোগট-ওচিরকে পরাজিত করেছেন পূজা গেহলট।
  • মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজির কোয়ার্টার ফাইনালে জাপানের আকারি ফুজিনামির কাছে হেরেছে অ্যান্টিম পাঙ্গল।

স্কোয়াশ: মিক্সড ডাবলসের ফাইনালে ভারত সোনা জিতেছে।

হকি: মহিলাদের সেমিফাইনালে চীনের কাছে হার।

স্কোয়াশ: পুরুষদের একক স্কোয়াশে রুপো জিতেছেন সৌরভ ঘোষাল।

রেসলিং: মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজিতে অ্যান্টিম ব্রোঞ্জ জিতেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #Asian Games, #asian games 2023

আরো দেখুন