খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: দ্বাদশতম দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারত?

October 5, 2023 | 2 min read


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হ্যাংঝাউয়ে আজ বৃহস্পতিবারও ভারতীয় ক্রীড়াবিদদের একাধিক পদক জয়ের সম্ভাবনা রয়েছে। ভারতীয় ক্রীড়াবিদরা ইতিমধ্যেই একাধিক বিভাগে পদক জিতে নতুন নজির স্থাপন করেছেন। প্রতিদিনই নতুন নতন রেকর্ড গড়ছেন, ভাঙছেন। ফলে শেষ পর্যন্ত ভারতে কতগুলি পদক আসতে চলেছে, সেদিকে নজর থাকবে সকলের। বৃহস্পতিবার গেমসের দ্বাদশতম দিনেও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে নামতে চলেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ম্যারাথন, তিরন্দাজি, ব্যাডমিন্টন, কুস্তি, হকি, স্কোয়াশের মতো একাধিক বিভাগে প্রতিদ্বন্দিতা করবেন তাঁরা।

দেখে নিন এশিয়ান গেমসে ভারতের একাদশতম দিনের পূর্ণাঙ্গ সূচি-


৪:৩০ : অ্যাথলেটিক্স – বেলিয়াপ্পা আপাচাঙ্গাদা বো, মান সিং (পুরুষদের ম্যারাথন)।
৬:১০ : তিরন্দাজি – ভারত বনাম হংকং (কম্পাউন্ড মহিলা দল কোয়ার্টার ফাইনাল)।
৬:৩০ : কিক ভলি – থাইল্যান্ড বনাম ভারত (পুরুষদের প্রাথমিক গ্রুপ বি)।
৬:৩০ : রোলার স্কেটিং – শেরিয়াসি জোশি, মারলিন ধানম চার্লস (মহিলাদের ইনলাইন ফ্রিস্টাইল স্কেটিং স্পিড স্ল্যালম প্রাথমিক প্রথম দৌড়)।
৬:৩০ : স্পোর্ট ক্লাইম্বিং – শিবানী চরক, সানিয়া ফারুক শেখ (মহিলা বোল্ডার এবং লিড যোগ্যতা-বোল্ডার)।
৬:৩০ : স্পোর্ট ক্লাইম্বিং – ভরথ স্টিফেন পেরেইরা কামাথ, আমান ভার্মা (পুরুষদের বোল্ডার এবং লিড যোগ্যতা-বোল্ডার)।
৭:৩০ : কিক ভলি – ভারত বনাম ভিয়েতনাম (মহিলাদের প্রাথমিক গ্রুপ এ)
৭:৩০ : সফট টেনিস – কাই ওয়েন ইউ/চু লিন চেং (চীনা তাইপেই) বনাম জে মীনা/আধ্যা তিওয়ারি (মিশ্র ডাবলস প্রাথমিক রাউন্ড গ্রুপ এ)।
৭:৩০ : কুস্তি – ইমায়েভা জেসমিনা (উজবেকিস্তান) বনাম অ্যান্টিম (মহিলা ফ্রিস্টাইল ৫৩কেজি ১/৮ ফাইনাল)।
৭:৩০ : কুস্তি – পূজা গেহলট বনাম মানলিকা এসাটি (থাইল্যান্ড) (মহিলাদের ফ্রিস্টাইল ৫০কেজি ১/৮ ফাইনাল)।
৭:৩০ : কুস্তি – সিওল লি (দক্ষিণ কোরিয়া) বনাম নারিন্দর চিমা (পুরুষদের গ্রিকো-রোমান ৯৭ কেজি ১/৪ ফাইনাল)।
৭:৩০ : কুস্তি – মানসী বনাম TBD (মহিলাদের ফ্রিস্টাইল ৫৭কেজি ১/৪ ফাইনাল)
৭:৩০ : কুস্তি – নবীন বনাম TBD (পুরুষদের গ্রিকো-রোমান ১৩০কেজি ১/৪ ফাইনাল)
৮:০০ : কাবাডি – ভারত বনাম চাইনিজ তাইপেই (পুরুষ দল এ গ্রুপ)।
৮:১৫: সফট টেনিস – হিউনসু কিম/হাইগিয়েউং মুন (দক্ষিণ কোরিয়া) বনাম অনিকেত চিরাগ প্যাটেল/রাগা শ্রী কুলানদাইভেলু মনোগরবাবু (মিশ্র ডাবলস প্রাথমিক রাউন্ড গ্রুপ এফ)।
৯:০০: সফট টেনিস – জয় মীনা/আধ্যা তিওয়ারি বনাম ধেও তালাতায়োদ/নোয়েল কনচিটা কোরাজন মানালাক (ফিলিপাইন) (মিশ্র দ্বৈত প্রাথমিক রাউন্ড গ্রুপ এ)।
৯:৪৫: সফট টেনিস – অনিকেত চিরাগ প্যাটেল/রাগা শ্রী কুলানাদাইভলু মনোগরবাবু বনাম ওয়েই চিয়েহ লিন/শিহ ইউয়ান হুয়াং (চীনা তাইপেই) (মিশ্র দ্বৈত প্রাথমিক রাউন্ড গ্রুপ এফ)।
১১:০০: স্পোর্ট ক্লাইম্বিং – ভরথ স্টিফেন পেরেইরা কামাথ, আমান ভার্মা (পুরুষদের বোল্ডার এবং লিড যোগ্যতা-লিড)।
১১:০০ : স্পোর্ট ক্লাইম্বিং – শিবানী চরক, সানিয়া ফারুক শেখ (মহিলা বোল্ডার এবং লিড যোগ্যতা-লিড)।
১১:১৫: সফট টেনিস – অনিকেত চিরাগ প্যাটেল/রাগা শ্রী কুলানদাইভেলু মনোগরবাবু বনাম জোসেফ আর্কিলা/ক্রিস্টি সানোসা (ফিলিপাইন) (মিশ্র ডাবলস প্রিলিমিনারি রাউন্ড গ্রুপ এফ)।
১১:৩০ : কিক ভলি – ভারত বনাম ফিলিপাইন (পুরুষদের প্রাথমিক গ্রুপ বি)।
১১:৩০ : স্কোয়াশ – দীপিকা পাল্লিকাল কার্তিক/হরিন্দর পাল সিং সান্ধু বনাম আইফা বিন্তি আজমান/মোহাম্মদ স্যাফিক বিন মোহাম্মদ কামাল (মালয়েশিয়া) (মিক্সড ডাবলস ফাইনাল)।
১১:৩০ : রোলার স্কেটিং – জিনেশ সত্যান নানাল, বিশ্বেশ গণেশ পাতিল (পুরুষদের ইনলাইন ফ্রিস্টাইল স্কেটিং স্পিড স্ল্যালম প্রাথমিক প্রথম দৌড়)।
১২:১৫ : তিরন্দাজি – ভুটান বনাম ভারত (কম্পাউন্ড পুরুষ দল কোয়ার্টার ফাইনাল)।
১২:৩০ : সেপাকটাক্র – ভারত বনাম চিন (মহিলাদের প্রাথমিক গ্রুপ এ)।
১:৩০ : হকি – ভারত বনাম চিন (মহিলাদের সেমিফাইনাল)।
১:৩০ : কাবাডি – জাপান বনাম ভারত (পুরুষ দল এ গ্রুপ)।
২:৩০ : স্কোয়াশ – পুরুষ একক ফাইনালে নামবেন সৌরভ ঘোষাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #Asian Games, #asian games 2023

আরো দেখুন