খেলা বিভাগে ফিরে যান

তিরন্দাজীতে ভারতের পুরুষেরাও দলগত বিভাগে জিতলেন সোনা

October 5, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার দিনের শুরুতে তিরন্দাজীর কম্পাউন্ড ইভেন্টে মহিলা বিভাগে সোনা জিতেছিলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ ও পরনীত কৌররা। পিছিয়ে থেকেও চাইনিজ তাইপের প্রতিযোগীদের হারান তাঁরা। এরপরই সুখবর দিলেন পুরুষরা। একই বিভাগে ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টে হারিয়ে সোনা জিতলেন তাঁরা।

ওজাস দেওতালে, অভিষেক ভার্মা ও প্রথমেশ জাকারের অব্যর্থ নিশানা ভারতকে ২১ নম্বর সোনা এনে দিল এদিন। প্রথম সেট জেতে ভারত। ৫৮-৫৫ পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে পিছনে ফেলে দেন অভিষেকরা। যদিও দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। তবে তৃতীয় সেটে পয়েন্টের ব্যবধান বাড়াতে থাকে ভারত। তৃতীয় সেটে আবার অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেন ভারতীয় তীরন্দাজেরা। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দেন ৫৯-৫৭ ব্যবধানে। চতুর্থ সেটে ৪ পয়েন্টের সুবিধা নিয়ে শুরু করে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট স্কোর করেও আটকাতে পারেনি ভারতকে। ওজাসদের ছ’টি তীরই নিখুঁত নিশানায় লক্ষ্য ভেদ করে। ফলে ৬০পয়েন্ট আসে ভারতের ঝুলিতে এবং সোনা জিতে নেয় ভারতীয় তিরন্দাজরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Asian Games, #asian games 2023, #Archery

আরো দেখুন