বিনোদন বিভাগে ফিরে যান

মালদার কালিয়াচের হত্যাকাণ্ড এবার রুপোলি পর্দায়? অভিনয়ে কারা?

October 5, 2023 | < 1 min read

মালদার কালিয়াচের হত্যাকাণ্ড এবার রুপোলি পর্দায়?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মালদার কালিয়াচকের হাড়হিম করা হত্যালীলা নিয়ে এবার তৈরি হতে চলেছে সিনেমা। মালদার কালিয়াচকের এক নাবালক মহম্মদ আসিফ, তার পরিবারের চার সদস্যকে খুন করেছিল। চারজনের পচাগলা দেহ উদ্ধার করেছিল পুলিশ। নারকীয় হত্যালীলা চালানোর পর ওই নাবালকের বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। এবার সেই হত্যাকাণ্ডই উঠে আসছে সিনেমার পর্দায়। ছবির নাম কালিয়াচক-চ্যাপ্টার ওয়ান। পরিচালনার দায়িত্বে রাতুল মুখোপাধ্যায়।

সম্প্রতি সমাজ মাধ্যমে ছবির টিজার পোস্টার প্রকাশ পেয়েছে। সিনেমায় পুলিশ আধিকারিক সুধা মালাকারের চরিত্রে অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র। জানা গিয়েছে, এই ছবিতে রূপাঞ্জনা মিত্র ছাড়াও দেবপ্রসাদ হালদার, পার্থ সারথী, রাতুল মুখোপাধ্যায়, দেবপ্রতিম দাশগুপ্তর সহ অন্যান্যরা অভিনয় করছেন। সঙ্গীত পরিচালনায় করছেন ভিকি সিংহ। গীতিকার তাপস সরকার এবং সায়ন্তন।

TwitterFacebookWhatsAppEmailShare

#malda, #Murder Case, #Rupanjana Mitra, #kaliachak, #kaliachak chapter one, #ratul mukherjee

আরো দেখুন