রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়া অবধি রাজভবনের সামনে ধর্নায় তৃণমূল
October 5, 2023 | < 1min read
রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়া অবধি রাজভবনের সামনে ধর্নায় তৃণমূল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়েছেন যে রাজ্যের বকেয়া টাকা কেন্দ্রের আটকানোর প্রতিবাদে রাজভবনের সামনে ধর্ণা চলবে। বৃহস্পতিবার তিনি বলেছেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তৃণমূলের প্রতিনিধি দলের সাথে দেখা না হওয়া পর্যন্ত রাজভবনের বাইরে বিক্ষোভ চালিয়ে যাবে।
ধর্ণা অবস্থানটি রাতে না থাকলেও প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯ টা অবধি চলবে। তবে, তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক রাতেও ঘটনাস্থলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
Today, we sent yet another letter to the @BengalGovernor signed by 10 members of affected families and 15 elected representatives, reiterating our pressing concerns.
We demanded an immediate audience with him to discuss the critical issues previously communicated in our… pic.twitter.com/3RzKzzvGOk
— All India Trinamool Congress (@AITCofficial) October 5, 2023
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, টিএমসি কর্মীরা কেন্দ্রের দ্বারা পশ্চিমবঙ্গের MGNREGA বকেয়া আটকে রাখার প্রতিবাদে বৃহস্পতিবার রাজভবনে মিছিল করেছিল।