← খেলা বিভাগে ফিরে যান
Asian Games 2023: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের কবাডি দল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়ান গেমসে কবাডিতে পাকিস্তানকে পরাস্ত করে ফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে পাকিস্তানকে ৬১-১৪ পয়েন্টে হারিয়ে দিল। অথচ শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। ৪-০ পয়েন্টে এগিয়ে ছিল। তারপর নবীন কুমার ঝড় তোলেন। সেই ঝড়ে উড়ে যায় পাকিস্তান।
এদিনই দিনের শুরুতে মেয়েদের কবাডি দল সেমিফাইনালে হারায় নেপালকে। সেই ম্যাচও একপেশে ভাবে জিতেছে ভারত।