হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

পাহাড় যাবেন? ভিড়ে ঠাসা দার্জিলিং নয়, বেড়িয়ে আসতে পারেন চাটাইধুরা থেকে

October 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাহাড় যাবেন? কিন্তু ভিড়ে ঠাসা দার্জিলিং নয়, একটু অফবিট জায়গা চান? বেড়িয়ে আসতে পারেন চাটাইধুরা থেকে। ব্যস্ত দার্জিলিং থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে ঘন সবুজ কনিফার অরণ্যে ঘেরা চাটাইধুরা শান্তির রাজ্য। প্রায় ৭,০০০ ফুট উঁচুতে চাটাইধুরা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতিই আলাদা। এখানকার হাওয়াঘর ভিউপয়েন্ট থেকে নীচের উপত্যকা, কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং শহর, সান্দাকফুর দৃশ্য খুব সুন্দর। খানিকটা ট্রেক করে হাওয়াঘর ভিউপয়েন্টে উঠতে হয়।

কাছেই রয়েছে লেপচাজগৎ, চাটাইধুরা থেকে দেড় কিলোমিটার দূরে। হাঁটাপথেই লেপচাজগৎ থেকে ঘুরে আসা যায়। চাটাইধুরা থেকে ঘুম ৫ কিলোমিটার, ঘুম স্টেশনে গিয়ে টয়ট্রেনে চড়ে নিতে পারেন।

থাকার জন্য হোম স্টে ব্যবহার করতে পারে, লপচান হোমস্টে।

শিলিগুড়ি থেকে চাটাইধুরা ৬৩ কিলোমিটার। শিলিগুড়ি বা এন জে পি থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে চাটাইধুরা আসা যায়। শিলিগুড়ি থেকে ঘুম ৫৮ কিলোমিটার। শিলিগুড়ি বা এন জে পি থেকে শেয়ার গাড়িতে ঘুম পৌঁছে সেখান থেকে আরেকটা গাড়িতে চাটাইধুরা পৌঁছাতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal Tourism, #Chataidhura, #Off beat, #Travel, #Tourism, #destination

আরো দেখুন