খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: আজ চতুর্দশতম দিনে কেমন ফল করলেন ভারতীয়রা?

October 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হ্যাংঝাউয়ে এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে বেশি পদক জয়ের নজির গড়ে ফেলেছে ভারতীয় অ্যাথলিটরা। সব মিলিয়ে দেশের পদক সংখ্যা আজ হয়েছে ১০৪। শনিবার গেমসের চতুর্দশতম দিনে ব্যাটমিন্টন, কবাডি, ক্রিকেটে সোনা জিতেছে ভারত

এবার দেখে নেওয়া যাক এশিয়ান গেমসে সামগ্রিকভাবে আজকের দিনটা ভারতের কেমন কাটল-
এখন পর্যন্ত ভারতের পদক

সোনা: ২৮

রুপো: ৩৫

ব্রোঞ্জ: ৪১

ফলাফল-

তিরন্দাজী: মহিলাদের কম্পাউন্ড তিরন্দাজীতে সোনা জিতেছেন জ্যোতি সুরেখা

অদিতি গোপীচাঁদ মহিলাদের কম্পাউন্ড তিরন্দাজীতে ব্রোঞ্জ জিতেছেন।

পুরুষদের কম্পাউন্ড তিরন্দাজীতে সোনা জিতেছেন ওজস প্রবীণ দেওতালে।

পুরুষদের কম্পাউন্ড তিরন্দাজীতে রুপো জিতেছেন অভিষেক ভার্মা।

হকি: মহিলাদের হকিতে ভারত ব্রোঞ্জ জিতেছে।

কাবাডি: মহিলাদের ফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়ে সোনা জিতেছে ভারত।

পুরুষদের ফাইনালে ইরানকে হারিয়ে সোনা জিতেছে ভারত।

কুস্তি: দীপক পুনিয়া পুরুষদের ফ্রিস্টাইল ৮৬ কেজিতে রুপো জিতেছেন।

পুরুষদের ফ্রিস্টাইল ৭৪ কেজি কোয়ার্টারে ইয়াশ তাজিকিস্তানের ম্যাগোমেটের কাছে হেরেছেন।

পুরুষদের ফ্রিস্টাইল ১২৫ কেজির প্রি-কোয়ার্টারে সুমিত কিরগিজস্তানের আইয়াল লাজারেভের কাছে হেরেছেন।

ভিকি তার পুরুষদের ফ্রিস্টাইল ৯৭ কেজি প্রি-কোয়ার্টারে কাজাখস্তানের আলিশার এরগালির কাছে হেরেছেন।

ব্যাডমিন্টন: পুরুষদের ডাবলসে সোনা জিতেছেন চিরাগ শেঠি, সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি।

ক্রিকেট: পুরুষদের ফাইনালে সোনা জিতেছে ভারত।

রোলার স্কেটিং: সাই সমীতা আকুলা লং প্রোগ্রাম ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছেন।

দাবা: পুরুষ দল এবং মহিলা দলের রুপো জিতেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Asian Games

আরো দেখুন