দেশ বিভাগে ফিরে যান

যোগী রাজ্যে তোলা না পেয়ে BJP বিধায়কের সঙ্গীরা খেপে লাল! তারপর চালাল তাণ্ডব

October 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে ‘গুন্ডা ট্যাক্স’ বা তোলা না দিলে কি হয় তার একটি নমুনা উঠে এল বিভিন্ন সংবাদমাধ্যমে। শাহজাহানপুরে এক ঠিকাদার সময় মতো তোলা না দেওয়ায়, সদ্য নির্মিত প্রায় সাত কিলোমিটার রাস্তা জেসিবি দিয়ে খুঁড়ে নষ্ট করে দিল স্থানীয় বিজেপি বিধায়কের সঙ্গীরা। শুধু তাই নয়, শ্রমিকদের মারধর করে যন্ত্রপাতিতেও তারা আগুন ধরিয়ে দেয়।

ঠিকাদার শকুন্তলা সিং আবার ঘটনাচক্রে যোগী আদিত্যনাথের নিজের এলাকা গোরক্ষপুরের বাসিন্দা। তাঁর অভিযোগ, কাটরার স্থানীয় বিধায়ক বীরবিক্রম সিংয়ের প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে জগবীর সিং নামে এক ব্যক্তি ও তার সঙ্গীরা নির্মাণে বাধা দেন। পাশাপাশি মোটা টাকা দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা জানান, অভিযুক্ত জগবীরকে প্রায়শই স্থানীয় বিধায়কের সঙ্গে দেখা যেত। ওই রাস্তা তৈরির বাজেট ছিল ১২ কোটি। স্থানীয় বিধায়কের সঙ্গীরা সে জন্য বিপুল টাকা দাবি করেছিল। জগবীর ও তাঁর ১৫-২০ জন অজ্ঞাতপরিচয় সঙ্গীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সামনে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক উমেশ সিং।

TwitterFacebookWhatsAppEmailShare

#yogi adityanath, #BJP MLA, #Gunda Tax, #goonda tax, #Uttar Pradesh

আরো দেখুন