বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারাল দক্ষিণ আফ্রিকা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:
দক্ষিণ আফ্রিকা
৪২৮/৫ (৫০ ওভার)
শ্রীলঙ্কা
৩২৬/১০ (৪৪ ওভার)
৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে দুরন্তভাবে শুরু করল দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে শ্রীলঙ্কাকে ১০২ রানে হারাল তারা।
শনিবার যেন শুধু নতুন নতুন রেকর্ড গড়তেই মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের দ্বিতীয় দিনেই দিল্লির ফিরোজ শা কোটলা মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রানের পাহাড় গড়ে বিশ্বরেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি ছিল ৪১৭ রানের। ২০১৫ বিশ্বকাপে পার্থে আফগানিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া।
শনিবার দক্ষিণ আফ্রিকার হয়ে তিন জন ব্যাটার শতরান করেছেন। ওপেন করতে নেমে ঝোড়ো শতরান করেন কুইন্টন ডি’কক। এর পর মারকুটে ইনিংস খেলে যান রাসি ভ্যান ডার ডুসেন এবং এডেন মার্করাম। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম একই ম্যাচে শতরান করলেন একই দলের তিনজন ক্রিকেটার। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের নজির গড়লেন এডেন মার্করাম। মাত্র ৪৯ বলে শতরান পূরণ করেন। ১২ বছর ধরে সেই রেকর্ড ছিল আয়ারল্যান্ডের তারকা কেভিন ও’ ব্রায়ানের দখলে। ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ঐতিহাসিক ম্যাচে ৫০ বলে শতরান করেছিলেন।