খেলা বিভাগে ফিরে যান

আইএসএলে চেন্নাই এফসি-কে ৩-১ গোলে হারাল মোহনবাগান

October 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:

মোহনবাগান: ৩ (পেত্রাতোস, কামিন্স, মনবীর)
চেন্নাইয়িন: ১ (রাফায়েল)

আইএসএলে জয়ের হ্যাটট্রিক করল সবুজ-মেরুন শিবির। মরশুমের প্রথম তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিতে আরও যেন জাঁকিয়ে বসল সবুজ-মেরুন শিবির। ঘরের মাঠে নবাগত পঞ্জাব এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুমে যাত্রা শুরু করেছিল মোহনবাগান।পরে ঘরের মাঠেই নিজেদের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একজোড়া হোম ম্যাচে জয় তুলে নেওয়ার পরে চলতি আইএসএল মরশুমে প্রথম অ্যাওয়ে ম্যাচে শনিবার মাঠে নামে সবুজ-মেরুন শিবির।

জোড়া হোম ম্যাচের পর এবার নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচেও জয় তুলে নেয় মোহনবাগান। কোচ জুয়ান ফেরান্দোর দল পরপর ১০ ম্যাচ জিতল। সবুজ মেরুন দলের হয়ে তিনটি গোল দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স ও মনবীর সিংয়ের। তিনটি গোলই অপূর্ব। তবে মোহনবাগানের নায়ক গোল না করেও সাহাল। তরুণ এই মাঝমাঠের তারকার খেলা দেখে মনে হবে যেন দি মারিয়া খেলছেন। কী স্কিল নির্ভর ফুটবল খেলে বিপক্ষকে নাভিশ্বাস ছুটিয়ে দিয়েছেন। তিনটি গোলেই সাহালের অবদান রয়েছে। তাঁর সোনার টাচ দলের খেলায় রং ছড়িয়ে দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chennaiyin fc, #Mohun Bagan fc

আরো দেখুন