← খেলা বিভাগে ফিরে যান
অজিদের দুরমুশ করে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩-তম সংস্করণের পঞ্চম ম্যাচে আজ ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯৯ রান করেছিল অস্ট্রেলিয়া। ২০০ রানের লক্ষ্য নিয়ে দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেললেও পরিস্থিতি সামাল দেন বিরাট কোহলি(৮৫) ও কেএ রাহুল(৯৭*)। কোহলি আউট হওয়ার পরে রাহুলকে সঙ্গ দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া(১১*)। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট নেন জস হ্যাজেলউড(৩)। শেষ পর্যন্ত ৫২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ পকেটে পুরল টিম ইন্ডিয়া।
দেখুন UPDATE
- ৫২ বল বাকি থাকতে জিতে গেল টিম ইন্ডিয়া। ৮ বলে ১১ রান হার্দিকের। ১১৫ বলে ৯৭ রান রাহুলের
- ৪০ ওভারে ভারতের স্কোর ১৮২/৪
- ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ১৬৭/৩
- ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১২০/৩
- ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১১৬/৩। বিরাট কোহলি ৮৫ বলে ৫৯ এবং রাহুল ৭৪ বলে ৫১ রান করে ক্রিজে আছেন।
- ২৫ ওভার শেষে ভারতের স্কোর ৯৭/৩
- ২০ ওভার শেষে ভারতের স্কোর ৮০/৩
- ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪৯/৩
- ১০ ওভার শেষে ভারতের স্কোর ২৮/৩
- মার্শ ক্যাচ ফেলায় যেন স্বস্তিতে কোহলি
- ৭ ওভার শেষে ভারতের স্কোর ২০/৩। ব্যাট করছেন কোহলি ও রাহুল জুটি।
- ৫ ওভার শেষে ভারতের স্কোর ১১/৩
- ৩ ওভার শেষে ভারতের স্কোর ৫/৩
- মাত্র ২ ওভারের মাথায় ফের হেজেলউডের বলে আউট শ্রেয়স আইয়ার (০)। এই নিয়ে ৩ উইকেট হারাল ভারত।
- আউটটটট! ২ ওভারে জোশ হেজেলউডের বলে শূন্য রানে সাজঘরে ফিরলেন রোহিত শর্মা ।
- প্রথম ওভার শেষে ভারতের স্কোর ২/১
- আউটটটট! প্রথম ওভারে ধাক্কা খেল ভারত, মিচেল স্টার্কের বলে গোল্ডেন ডাক করে ফিরলেন ইশান(০)
- ভারতের হয়ে ব্যাট করতে নামলেন রোহিত শর্মা (অধিনায়ক), এবং ইশান কিষাণ জুটি
- ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
- আউটটটট! ৩৫ বলে ২৮ করে শ্রেয়সের হাতে ক্যাচ দেন স্টার্ক।
- আউটটটট! নবম উইকেট হারাল অজিরা। হার্দিক পান্ডিয়ার বলে বিরাটের হাতে ক্যাচ দিয়ে আউট অ্যাডাম জাম্পা (৬)
- ৪৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৭২/৮
- ৪৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৮/৮
- আউটটটট! কামিন্সকে ফেরালেন বুমরাহ। ২৪ বলে ১৫ রান করেন তিনি।
- ৪২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৪/৭
- ৩৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫২/৭
- উইকেট!!! ক্যামেরন গ্রিনকে ফেরালেন অশ্বিন (৮), সপ্তম উইকেট হারাল অজিরা।
- আউটটট! জাদেজার জাদুর বলে ভাঙন অজিদের মিডল অর্ডারে। এবার আউট ম্যাক্সওয়েল। ২৫ বলে ১৫ রান করেন তিনি।
- আউটটট! বলে এবার আউট ক্যারি (০), ৫ম উইকেট হারাল অজিরা
- আউটটট! জাদেজার বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ল্যাবুশেন। ৪১ বলে ২৭ রান করেন তিনি।
- ৭১ বলে ৪৬ করে সাজঘরে ফিরলেন স্মিথ।
- ১৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭৭/২
- অস্ট্রেলিয়া ১৮ ওভার শেষে ৭৪/২
- ১৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭৪/১
- আউটটটট! সাজঘরে ফিরলেন ডেভিড ওয়ার্নার। ৫২ বলে ৪১ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন তিনি।
- ১৫ ওভার শেষে অজিদের স্কোর ৭১/১
- দশ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪৩/১
- নয় ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৮/১
- আট ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৪/১
- পাঁচ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬/১
- আউটটট!! মার্শকে ফেরালেন বুমরাহ। ৬ বলে শূন্য রান করেছেন তিনি। ক্রিজে এখন ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ।
- ১ ওভার শেষে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ১ রান।
- টসে জিতে প্রথমে ব্যাটিং নিচ্ছে অস্ট্রেলিয়া