কলকাতা বিভাগে ফিরে যান

টোকেনের সমস্যা সমাধানে কী পদক্ষেপ ইস্ট-ওয়েস্ট মেট্রোর?

October 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোরগোড়ায় দুগ্গা পুজো, তার আগে টোকেনের ঝামেলা থেকে রেহাই পেতে অভিনব উদ্যোগ নিল ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। এবার মেট্রোতে চালু করা হচ্ছে কাগজের টিকিট। আগামী বুধবার থেকে ইস্ট-ওয়েস্ট রুটে কিউআর কোড বিশিষ্ট কাগজের টিকিটের সাহায্যে যাত্রীরা মেট্রো সফর করতে পারবেন।

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটেও কাগজের টিকিট চালু হচ্ছে। পাশাপাশি টোকেন ব্যবস্থাও চালু থাকবে। কাগজের টিকিট পরিষেবার প্রচলন সফল হলে, ধীরে ধীরে ইস্ট-ওয়েস্ট রুট থেকে টোকেন তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষের। এর কারণ হিসেবে বলা হচ্ছে, টোকেন তৈরির খরচ অনেক বেশি। প্রচুর টোকেন হারিয়েও যায়। অনেক যাত্রীই টোকেন নিয়ে চলে যান। সেই কারণে আর্থিক ক্ষতি এড়াতেই এহেন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, কলকাতায় যখন প্রথম মেট্রো চালু হয় তখন কাগজের টিকিটই ছিল। যদিও সে’সময় কিউআর কোড যুক্ত টিকিট ছিল না। এবারের টিকিটে তা থাকতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tokens problems, #Kolkata, #East-West Metro

আরো দেখুন