আজ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের, কেমন হবে অজিদের বিরুদ্ধে লড়াই?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১১ সালের পর আবারও দেশের মাটিতে কাপযুদ্ধ। বাইশ গজের বিশ্বযুদ্ধের উত্তেজনায় ফুটছে চেন্নাইয়ে। ভারত বনাম অস্ট্রেলিয়ার লড়াইয়ের সাক্ষী থাকার জন্য চিপক প্রস্তুত।
শনিবার অধিকাংশ ভারতীয় ক্রিকেটারই হোটেলে ছিলেন, অনুশীলনে আসেননি। ছেলেদের বিশ্রাম দিয়ে চনমনে রাখাতে চান কোচ রাহুল দ্রাবিড়ের। শুভমান গিলের জ্বর। আজকের ম্যাচ তিনি নামবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। তবে শোনা যাচ্ছে, ভারতের তরুণ ওপেনার পাকিস্তান ম্যাচের আগে ফিরতে পারবেন না। কিন্তু কোচ রাহুল এবং অধিনায়ক রোহিত, গিলের খেলা নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন।
সম্প্রতি একদিনের সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। তবে বিশ্বকাপের মঞ্চ একেবারেই আলাদা। ফর্ম ভারতের পক্ষে কিন্তু, পরিসংখ্যান বলছে অস্ট্রেলিয়া এগিয়ে। সাতাশির বিশ্বকাপে চিপকে এক রানে হার আজও দগদগে ভারতীয় ক্রিকেটে। ক্যাঙারু বধে বিশ্বকাপ যাত্রা শুরু করতে মরিয়া রোহিতরাও।
ভারতীয় ক্রিকেটে এখন তারুণ্যের জোয়ার বইছে। ক্যাঙারু বধে স্পিনেই ভরসা রাখছেন রোহিত। সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়েছেন, চিপকের উইকেটে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনকেও খেলাবেন। ঘূর্ণিতে ধার বাড়বে। তিন স্পিনার খেললে, সিরাজ ও সামির মধ্যে যশপ্রীত বুমরাহর নতুন বল নিয়ে নামবেন কে? সিরাজেরই পাল্লা ভারি। আরেক জন পেসারের জায়গায়, হার্দিক পান্ডিয়ার উপরই ভরসা রাখছে ভারতীয় শিবির।শুক্রবার প্র্যাকটিসে চোট পেয়েছিলেন এই ভারতীয় অলরাউন্ডার। সেক্ষেত্রে বিকল্প হিসেবে শার্দূল ঠাকুরকে তৈরি রাখা হচ্ছে।
তবে আকর্ষণের কেন্দ্রে বিরাট কোহলিই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সাফল্য ঈর্ষনীয়। তেইশের বিশ্বকাপে যদি ব্যাট হাতে বিরাট জ্বলে ওঠেন, তবে ভারতের মাটিতে ভারতকে রোখা কার্যত অসম্ভব।
চেন্নাইয়ে আজ খেলা শুরু হবে দুপুর ২টোয়। আজকের ম্যাচে দৃষ্টিভঙ্গির ফেভারিট ভারত।