কলকাতা বিভাগে ফিরে যান

২৪ ঘণ্টার মধ্যে জবাব, রাজ্যপালের আশ্বাসকে সৌজন্য দেখিয়ে আপাতত ধর্না প্রত্যাহার তৃণমূলের

October 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা হল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ৩০ জনের প্রতিনিধিদলের।

রাজ্যপাল তাঁদের কথা দিয়েছেন, বাংলার টাকা কেন আটকে রাখা হয়েছে, সে ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেবেন। রাজ্যপাল এই অঙ্গীকার করায় এদিন আন্দোলন মুলতবি করার কথা ঘোষণা করেন অভিষেক।

ধর্না তুলে নেওয়ার কথা ঘোষণা করলেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে সময় বেঁধে দিলেন। জানালেন, ৩১ অক্টোবরের মধ্যে বাংলার মানুষের দাবি নিয়ে পদক্ষেপ করা না হলে ১ নভেম্বর পথে নামবেন তাঁরা। তবে এ বার তাঁর নেতৃত্বে নয়, তৃণমূল পথে নামবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, জানালেন অভিষেক।

১০০ দিনের কাজ করে যাঁরা বঞ্চিত, কেন্দ্রীয় সরকারের থেকে যাঁরা টাকা পাননি, তাঁদের একাধিক চিঠি নিয়ে এদিন রাজভবনে ঢোকেন অভিষেক–সহ সাংসদরা। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের এক একজনের হাতে ছিল ২০০ থেকে ৫০০ করে চিঠি। সেগুলি আপাতত তাঁরা রাজ্যপালের হাতে তুলে দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Dharna, #Kolkata, #Raj Bhavan

আরো দেখুন