খেলা বিভাগে ফিরে যান

ICC ক্রিকেট World Cup-এ মুখোমুখি NZ-NED, পরিসংখ্যানে এগিয়ে কে?

October 9, 2023 | < 1 min read

ICC ক্রিকেট World Cup-এ মুখোমুখি NZ-NED

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের সাথে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। পরপর দুটি ম্যাচ জিতে ভালো জায়গায় পৌঁছতে মরিয়া নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ড চমক দেয়।

ব্ল্যাক ক্যাপস তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়াই মাঠে নামবে। এদিকে লকি ফার্গুসন প্রত্যাবর্তন করেছেন দলে। নিউজিল্যান্ড নিশ্চিতভাবেই এই ম্যাচে এগিয়ে। ODI-তে তারা চারবার নেদারল্যান্ডসের সাথে মুখোমুখি হয়েছে এবং চারটি ম্যাচেই জিতেছে। যার মধ্যে l তিনটি খেলায় ১০০-র বেশি রানের ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। ২০২২সালে দুই দলের মধ্যে ওয়ানডে সিরিজটি ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ড জিতেছিল।

তবে নেদারল্যান্ডকে হালকাভাবে নেওয়া উচিত নয়। বিশ্বকাপ বাছাইপর্বে তারা দুর্দান্ত খেলে।

নিউজিল্যান্ড (সম্ভাব্য একাদশ): ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, টিম সাউদি/লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি,ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ডস (সম্ভাব্য একাদশ): বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (ক্যাপ্টেন, উইকেটকিপার), বাস ডি লিড, তেজা নিদামানুর, সাকিব জুলফিকার, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, রায়ান ক্লেইন

TwitterFacebookWhatsAppEmailShare

#New Zealand, #ICC Cricket World Cup, #netherlands, #ICC ODI

আরো দেখুন