দেশ বিভাগে ফিরে যান

লোকসভা নির্বাচনের আগে কবে থেকে, কী ভাবে ভোটার কার্ড সংশোধন করবেন?

October 9, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটার আই ডি কার্ড ছাড়া নিজের ভোট দেওয়ার অধিকার যেমন নষ্ট হয়, তেমনই পরিচয় পত্র না দেখাতে পারলে অনেক সমস্যার সৃষ্টি হয়। অনেক সময়েই দেখা যায় যে, ভোটার আই ডি কার্ডে নামের বানান এক রকম, কিন্তু মাধ্যমিকের মার্কশিটে সেই নামের বানানটিই রয়েছে অন্য ভাবে। শুধু নামই নয়, বাড়ির ঠিকানার বানান কিংবা নম্বরের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এক এক জায়গায় এক এক রকম বানান থাকলে কোনও না কোনও স্তরে গিয়ে তা বড়সড় সমস্যার সৃষ্টি করবেই। সে ক্ষেত্রে জন্মের শংসাপত্র থেকে শুরু করে ভোটার আই ডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং সমস্ত বড় পরীক্ষার মার্কশিট এবং অ্যাডমিট কার্ড সর্বত্রই একই বানান থাকা উচিত। তাই ভোটার আই ডি কার্ডে কোনও রকম ভুল থাকলে তা দ্রুতই সংশোধন করে নেওয়া উচিত।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে দেশে লোকসভা নির্বাচন হবে। সেই পরিস্থিতিতে আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সপ্তাহখানেক পর থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। সোমবার মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার বলেন, ‘১৭ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। প্রত্যেক ভোটারের কাছে আমি আর্জি জানাচ্ছি যে (খসড়া ভোটার তালিকায়) নিজেদের নাম দেখুুন, নিজের ভোটদান কেন্দ্র দেখুন। কোনও নাম যদি যুক্ত করতে হয় – সে নয়া ভোটার হোক বা মহিলা ভোটার হোক – (ভোটার তালিকায়) নাম যুক্ত করে নিন। কেউ যদি ছবি পালটাতে চান, মোবাইল নম্বর যোগ করতে চান, তাহলে সেটা করে ফেলুন।’

মুখ্য নির্বাচনী কমিশনার বলেন, ‘বাড়ি-বাড়ি গিয়ে সমীক্ষার কাজ চলবে। ১৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সেই কাজ চলবে। পুরো দেশে ভোটার তালিকা সংক্রান্ত কোনও বিষয় যদি কেউ যুক্ত করতে চান বা বাদ দিতে চান, কোনও নাম সংশোধন করতে হয়, তাহলে ভূমি সংস্কার আধিকারিকের মাধ্যমে করে নিন বা অনলাইনে করতে পারেন।’

যাঁরা ভোটার তালিকায় বিভিন্ন তথ্য পরিবর্তন করতে চান, তাঁরা অনলাইনে https://voterportal.eci.gov.in/ -র মাধ্যমে আবেদন করতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Voter Card

আরো দেখুন