হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

নর্থে প্যান্ডেল হপিংয়ের সঙ্গে সঙ্গে খাওয়া-দাওয়া সারবেন কোথায়?

October 10, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঠাকুর দেখতে বেরিয়ে না খেলে কি চলে? পায়ের সঙ্গে সঙ্গে মুখও চালাতে হবে।

উত্তরে কোথায় কোথায় ঠাকুর দেখবেন? সঙ্গে কী কী খাবেন? আপনার পুজোর ‘প্ল্যান সর্ট আউট’ করে দিচ্ছে দৃষ্টিভঙ্গি

নর্থের প্যান্ডেল হপিং শুরু করুন, বাগবাজার সার্বজনীন থেকে। একেবারে সাবেকিয়ানার ছোঁয়া। ঠাকুর দেখে বেরিয়ে কাজে লাগান বাঙালির ‘লুচিশীল সত্ত্বা’ নীলাচল থেকে খেয়ে ফেলতে পারেন মাছের কচুরি, চপ খেতে চাইলে চলে যান পটলার দোকানে। এছাড়াও পাবেন অজস্র স্ট্রিট ফুডের দোকান, ভাপা চিকেন থেকে হরেক রকমের কাবাব সব কিছুই মিলবে এ চত্বরে।

বাগবাজার সেরে চলে আসতে পারেন আহিরীটোলা সার্বজনীনে বা কুমোরটুলি পার্ক সার্বজনীনে। আহিরীটোলা এলে আহার সারতে পারেন মিত্র ক্যাফেতে বা অ্যালেন কিচেনে। এ তল্লাটে এলে ভরসা রাখুন ফ্রাইয়ের উপর। মিত্র ক্যাফেতে ঢুকলে কবিরাজি, ব্রেন চপ মাস্ট। অ্যালেন কিচেনে চিংড়ির কাটলেট। যদি দেখেন দুটোতেই ভিড়, তাহলে গিরিশ পার্কের দিকে এগোন। নিরঞ্জন আগারে গিয়ে হাঁসের ডিমের ডেভিলে কামড় দিন।

কুমোরটুলি পার্কের ঠাকুর দেখা সেরে ঢুঁ মারুন ধীরেন কেবিনে। মোগলাই, কাটলেট, ব্রেসড কাটলেট যেটা ইচ্ছে খেতে পারেন।

নর্থের প্যান্ডেল হপিং মানে লিস্টে নিশ্চয়ই টালা প্রত্যয় রয়েছে। টালার ঠাকুর দেখা সেরে শ্যামবাজার যেতে পারেন, পরোটা আর মাংসের জন্য রূপা বা গোলবাড়ি তো আছেই। নিরামিষ চাইলে আদি হরিদাস মোদক, কলাপাতায় লুচি বা কচুরি আলাদাই ভাইব যোগাবে।

খাওয়ার পর যদি মনে হয় একটু গলা ভেজাই তাহলে যেতে হবে বিধানসরণীতে, কপিলা আশ্রমে গিয়ে চুমুক দিন শরবত। সেখান থেকে চলে যান বইপাড়ায়, কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ার সার্বজনীনের ঠাকুর দেখা সেরে, যা ইচ্ছে খেতে পারেন। খাবারের রত্নভান্ডার রয়েছে এখানে। স্বাধীনভারত হিন্দু হোটেলের মতো পাইস হোটেল পাবেন, গলা ভেজাতে পারবেন প্যারামাউন্টে, মিষ্টি মুখ করতে ইচ্ছে হলে পুঁটিরাম তো আছেই। চপ ভাজা-ভুজির জন্য কালিকা, মোগলাই খেতে দিলখুশেও যেতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pandal Hopping, #HTK, #North Kolkata, #Food

আরো দেখুন