খেলা বিভাগে ফিরে যান

CWC23 : আজ কোন রেকর্ড গড়লেন রোহিত শর্মা?

October 11, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে আগুনে মেজাজে ‘হিট ম্যান’ রোহিত শর্মা। ৬৩ বলেই তিনি সেঞ্চুরি পূরণ করে ফেলেন। ৫০ করতে হাঁকান ৭টি চার, ২টি ছক্কা। অষ্টম ওভারে নবীনের বলে চার মেরে ৫০ রান করেন তিনি। পরের বলেই মারেন লম্বা ছক্কাও। ৮৪ বলে ১৩১ রান করে রশিদ খানের বলে আউট হন  রোহিত শর্মা। 

আন্তর্জাতিক ক্রিকেট সব ফরম্যাট মিলিয়ে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক। এতিদন এই রেকর্ড ছিল ক্রিস রেলের দখলে। তাঁর ছক্কার সংখ্যা ৫৫৩। রোহিতের ছক্কার সংখ্যা দাঁড়াল ৫৫৭। আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে ৫৫১টি ছক্কা ছিল রোহিতের।

শুধু ছক্কা মারার রেকর্ড নয়, এদিন চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে ১০০০ রান পূর্ণও করেন রোহিত। দরকার ছিল ২২ রান, কোটলায় যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন, সচিন তেন্ডুলকর (২২৭৮ রান), বিরাট কোহলি (আফগানিস্তান ম্যাচের আগে পর্যন্ত ১১১৫ রান) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (১০০৬ রান)।

TwitterFacebookWhatsAppEmailShare

#IND vs AFG, #Records, #Rohit Sharma, #CWC23

আরো দেখুন