পুজোর আগে জমজমাট মঙ্গলাহাট! দেদার বিক্রি শিশুদের জামাকাপড়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর আগে হিট মঙ্গলাহাট! পুজোর আগে ‘পেনাল্টি মেট’ মঙ্গলবারে ভোররাত থেকেই ভিড় ফেটে পড়েছিল হাওড়ার সুবিশাল হাটে। দুপুর পর্যন্ত বিকিকিনি অব্যাহত ছিল। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি কেনাবেচার চেয়ে খুচরো কেনাকাটা বেশি হয়েছে। বিক্রির নিরিখে শীর্ষে মহিলা এবং শিশুদের পোশাক। মেয়েদের পোশাকের মধ্যে জিন্স ও আধুনিক জামাকাপড়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে।
দুর্গাপুজো আগে আর মাত্র একটি মঙ্গলবার রয়েছে। দূরদূরান্তের বস্ত্র ব্যবসায়ীরা যেমন পাইকারি দামে জামাকপড় কেনার জন্য এসেছিলেন পাশাপাশি আশপাশের বহু মানুষ, অল্প পুঁজির দোকানদাররাও ভিড় করেছিলেন। খুচরো বিক্রি ভাল হলেও পাইকারি ব্যবসার বাজার মোটেও ভাল নয় বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, করোনার পর থেকে প্রতি বছরই পাইকারি বেচাকেনা কমছে। অনলাইন কেনাকাটার বিপুল সুযোগ ও ছোট শহর, মফস্বলে গজিয়ে ওঠা শপিং মলগুলোকে দায়ী করছেন হাটের ব্যবসায়ীরা। পাইকারি ব্যবসায়ীদের একাংশের দাবি, গতবারের তুলনায় এবার বিক্রিবাটা ২০ থেকে ৩০ শতাংশ কমে গিয়েছে। চলতি বছরের জুলাইয়ে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল মঙ্গলাহাট। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জেরে মানুষের পকেটে টান পড়ায় মন্দা দেখা দিচ্ছে বিকিকিনিতে।