রাজ্য বিভাগে ফিরে যান

বিপর্যস্ত সিকিমের বদলে পুজোর ছুটিতে কোথায় যাচ্ছে বাঙালি?

October 11, 2023 | < 1 min read

ছবি সৌজন্যেঃ Backpackers Sundarban tour

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিকিমের অবস্থা দেখে অনেকেই বুকিং বাতিল করছেন। পুজোয় পাহাড়ে যাওয়া প্ল্যান শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছে। বহু পর্যটক বিকল্প গন্তব্যের খোঁজ করছেন। সুন্দরবনে যেতে চাইছেন অনেকেই। হোটেল ব্যবসায়ী ও ট্যুর অপারেটরদের বক্তব্য, পাহাড়ে বিপর্যয়ের কারণে সুন্দরবনে চাহিদা বেড়েছে। বুকিং করতে হোটেলের খোঁজখবর নেওয়া শুরু করেছেন অনেকেই।

দুর্গাপুজোর ছুটিতে বাঙালিদের প্রথম পছন্দ পাহাড় বা ডুয়ার্স, শীতে ভিড় হয় সুন্দরবনে। এবার উলটপুরাণ। সিকিমের একাংশ এখন বন্ধ। স্বাভাবিক ছন্দে ফিরতে আরও সময় লাগবে। ফলে পুজোর ছুটি কাটাতে রয়েল বেঙ্গল টাইগারের এলাকাকেই বেছে নিচ্ছেন পর্যটকরা। পুজো এবং তারপর শীতের মরশুমে পর্যটকদের সুন্দরবন ঘোরাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ট্যুর অপারেটররা। তারা আশাবাদী পুজোর মরশুমে ব্যবসা ভালই হবে।

পর্যটক, বোট মালিক এবং হোটেল ব্যবসায়ীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে জেলা বন বিভাগ। প্লাস্টিক ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বোটে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রাখা, রান্নায় নিষেধাজ্ঞা, কোর এরিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা ইত্যাদি নির্দেশ দেওয়া হয়েছে

TwitterFacebookWhatsAppEmailShare

#Travel, #Tourism, #West Bengal, #durga Pujo, #sundarban, #sundarbans, #tourists, #sundarban tourism

আরো দেখুন