নদীবাঁধ রক্ষার্থে গৃহবধূদের দুর্গা আরাধনা, জানেন কোথায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারবার দুর্ঘটনার কবলে পড়েছে সুন্দরবনের নামখানা ব্লকের মৌসুনি দ্বীপ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীবাঁধের ভাঙন গ্রামবাসীদের ভিটেমাটি কেড়ে নিয়েছে। এবার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে তদুপরি বাঁচার তাগিদে, দেবী দুর্গার আরাধনার উদ্যোগ নিয়েছেন মৌসুনি দ্বীপের বালিয়াড়ার গৃহবধূরা।
বটতলা, চিনাই নদী ও বঙ্গোপসাগর মৌসুনিকে ঘিরে রেখেছে। ভাঙনের আতঙ্কে বহু বাসিন্দা দ্বীপ ছেড়েছেন। এখন খুব বেশি হলে হাজার পাঁচেক মানুষের বসবাস এখানে। হোমস্টে কেন্দ্রীক পর্যটনের দৌলতে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিল এই দ্বীপ। বুলবুল, আম্পান ও যশ-র আঘাতে মৌসুনি ক্ষতির মুখে পড়েছে। নদী ও সমুদ্রের বাঁধ বেহাল হয়ে পড়েছে বারবার। বাঁধ ভাঙার আতঙ্ক আর পিছু ছাড়ে না বাসিন্দাদের। এবার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে দেবী দুর্গার শরাণাপন্ন হচ্ছেন মহিলারা। ২৪ জন গৃহবধূ মিলে দুর্গাপুজার আয়োজন করছেন। প্রতিমা তৈরির পাশাপাশি চলছে মণ্ডপসজ্জা, ব্যস্ততা তুঙ্গে।
উদ্যোক্তারা বাড়ির সমস্ত কাজ সামলে বেরিয়ে পড়েন গ্রামে। বাড়ি বাড়ি গিয়ে পুজোর জন্য সংগ্রহ করছেন চাঁদা, পাশাপাশি চাল, ডাল, আলুও। পুজোকে ঘিরে মেতে উঠবে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন। পুজো উদ্যোগক্তারা বলছেন, বর্ষায় থাকতে পারেন না। সব কিছু ভেসে যায়। যাতে ভাল করে থাকতে পারেন, সেই প্রার্থনাই ঠাকুরের কাছে জানাবেন। সেই বাসনা নিয়েই পুজো করছেন তাঁরা।
প্রতি বছর নদীবাঁধ ভাঙে। তাই মা দুর্গার কাছে আরাধনা করছেন, যাতে দ্বীপকে তিনিই রক্ষা করেন। নদীবাঁধ ভেঙে কাউকেই যাতে ভিটেহারা হতে না হয়, সেই প্রার্থনাই করছেন দ্বীপবাসীরা।