কলকাতা বিভাগে ফিরে যান

থিমের মাধ্যমে প্রমোটিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ কলকাতার অন্যতম পুরনো পুজোর

October 13, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুকিয়া স্ট্রিটের বৃন্দাবন মাতৃমন্দির পুজো কমিটি। গত বছর পর্যন্তও যে জায়গা আলো করে থাকতেন দেবী দুর্গা, আজ সেখানেই স্থানের বড়ই অভাব। কারণ প্রোমোটিং। সুকিয়া স্ট্রিটের বৃন্দাবন ফার্স্ট লেনের পুজোটি কলকাতার প্রাচীন পুজোগুলির অন্যতম। প্রোমোটিংয়ের দৌলতে পুজো প্যান্ডেলের জায়গা প্রায় অর্ধেক কমে গিয়েছে এখন।

কিন্তু পুজো কমিটি ঠিক করেছে কোনও ঝগড়াঝাঁটি নয়, পুজোর মাধ্যমেই তাঁরা প্রতিবাদ জানাবেন। পুজোর থিমের মাধ্যমেই নিজেদের দুরবস্থাকে তুলে ধরেছে তারা। পুজো কমিটির এক সদস্য বলেন, ‘নগর সভ্যতার বিকাশে কংক্রিটের আগ্রাসন থাকবেই। মানুষের মাথা গোঁজার জন্য তৈরি করতে হবে ফ্ল্যাটবাড়ি। তবে এত প্রাচীন একটি পুজোর জায়গা কমে গেলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এবং হতাশা তৈরি হতে বাধ্য। সেই অবস্থাই ফুটিয়ে তোলা হয়েছে এবছর।’

থিমশিল্পী ইন্দ্রজিৎ রায়ের ভাবনায় রয়েছে, বালি-সিমেন্টের বস্তা দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছে। পুজোর জায়গায় যে বাড়িটি উঠছে, দর্শকরা তাকেও থিমের মধ্যে দেখতে পাবেন। কলকাতাজুড়ে যে ব্যাঙের ছাতার মতো ফ্ল্যাটবাড়ি উঠছে, তার অনিবার্যতা স্বীকার করেও হচ্ছে প্রতীকী প্রতিবাদে।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #Durga Puja 2023, #Brindavan First Lane, #Promoting

আরো দেখুন