World Cup-এ কিউইদের জয়ের হ্যাটট্রিক, ফের হার টাইগারদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চেন্নাইয়ে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশ। টসে জিতে নিউজিল্যান্ড বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে ২৪৫ রান তোলে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে সহজেই জয় ছিনিয়ে নেন কেন উইলিয়ামসনরা। ৪৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যান কিউইরা।
লাগাতার দুই ম্যাচ হেরে টাইগারদের জন্যে চলতি ওয়ার্ল্ড কাপের পথ আরও কঠিন হয়ে গেল।
ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন বাংলাদেশের ওপেনার লিটন দাস। শাকিব ও মেহেদী হাসান যথাক্রমে ৪০ ও ৩০ রান করেন। মুসফিকুর রফিম ৬৬ রানের ইনিংস খেলে আউট হন। মহমদ্দুলা ৪১ রানে অপরাজিত ছিলেন। তিনটি উইকেট নিয়েছেন লকি ফার্গুসন। ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্ট দুটি করে উইকেট নিয়েছে।
কিউই ওপেনার ডেভন কনওয়ে ৪৫ রান করে শাকিবের বলে সাজঘরে ফেরেন। অধিনায়ক কেন উইলিয়ামসন হাফ সেঞ্চুরি করেন। ৭৮ রান করে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভেলিয়নে ফেরেন। ডারিল মিচেল অনবদ্য ইনিংস খেলেন, ছটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল ৬৭ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস। শাকিব ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট পেয়েছেন। ৮ উইকেটে জয়ী হয় নিউজিল্যান্ড।