রাজ্য বিভাগে ফিরে যান

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এক জোড়া নতুন আর্থিক উৎসাহ নীতি আনবে রাজ্য

October 14, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবছর নভেম্বর মাসে কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই সম্মেলনে রাজ্য সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নতুন ইনসেন্টিভ পলিসি বা আর্থিক উৎসাহ নীতি আনতে চলেছে বলে জানা যাচ্ছে । পাশাপাশি আনা হতে পারে প্রাণিসম্পদ সংক্রান্ত একটি ইনসেন্টিভ স্কিমও। সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন রাজ্য প্রশাসনের কর্তারা।

কৃষকদের আয়বৃদ্ধির হারের নিরিখে দেশের মধ্যে শীর্ষে বাংলা, এই দাবি করা হয়েছে তৃণমূল সরকারের পক্ষ থেকে । এরাজ্যে ৯৬ শতাংশই ক্ষুদ্র চাষি। তাঁরা কৃষকবন্ধু প্রকল্প এবং বাংলা শস্য বিমার সুবিধা পাচ্ছেন। বয়স্ক কৃষকরা পান সরকারি পেনশন। ৮৬৪টি ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন ক্রেতা ও কৃষিদ্রব্য উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয় গড়ছে। এতে পণ্যের ভালো দাম পাচ্ছেন কৃষকরা।

এদিকে উত্তরবঙ্গে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে খরিফ মরশুমের ধান কেনা। এবার ইলেকট্রনিক পয়েন্ট অব পার্চেস মেশিনের (ইপপ) মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনবে প্রশাসন। ধান কেনার জন্য ইতিমধ্যেই ১০০টি ওই মেশিন এসেছে। এবার কোচবিহার জেলায় আরও দু’টি ধান ক্রয় কেন্দ্র বাড়ানো হতে পারে। নতুন পদ্ধতিতে ধান কেনার জন্য কৃষি বিপণন দপ্তরের কর্মী সহ স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal Global Business Summit, #BGBS

আরো দেখুন