কলকাতা বিভাগে ফিরে যান

মহালয়ায় ভার্চুয়াল মাধ্যমেই নিজের গানের অ্যালবাম, পুজো উদ্বোধন করবেন মমতা

October 14, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শনিবার মহালয়ার দিন প্রকাশিত হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি গীতিকার-সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন অ্যালবাম ‘আলো দাও’। বাংলার বিশিষ্ট শিল্পীদের অনুরোধে মুখ্যমন্ত্রী উৎসবের গানও লিখে আসছেন গত কয়েকবছর ধরে। গান শুধু লেখাই নয়, সুরকার হিসেবেও মুখ্যমন্ত্রী গান বেঁধেছেন। বিগত বছরগুলিতে গানের সেই অ্যালবাম প্ল্যাটিনাম ডিস্ক পেয়েছে, এমন রেকর্ডও রয়েছে। এবারের পুজোয় ‘আলো দাও’ নামে অ্যালবাম-এর জন্য সাতটা গান লিখে সুর দিয়েছেন মমতা।

আজ, নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে উন্মোচিত হবে অ্যালবামের ডিস্ক। এই অ্যালবামেই রয়েছে সুরুচি সঙ্ঘের এ বছরের থিম সং—‘মা তোর একই অঙ্গে এত রূপ……’। অ্যালবামের সাতটি গানই সাম্প্রতিক স্পেন সফরে মাদ্রিদ আর বার্সেলোনায় বসে লিখেছেন মমতা। সুরুচি সঙ্ঘের থিম সং গেয়েছেন তৃষা পারুই। অ্যালবামের অন্য শিল্পীরা হলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, রূপঙ্কর, মনোময়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং অদিতি মুন্সি। থিম সিং প্রকাশ করার সঙ্গেই আজ বিকেলে ভার্চুয়াল মাধ্যমে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন ‘শ্রীভূমি স্পোর্টিং ক্লাব’এর মণ্ডপও। রবিবার এই মণ্ডপেই আসবেন ব্রাজিলের ফুটবলার রোনাল্ডিনহো।

এদিন, প্রত্যেক বছরের মতোই মহালয়ার দিনে নজরুল মঞ্চে তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার উদ্বোধন ভার্চুয়াল মাধ্যমে করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কলকাতা ও জেলা মিলিয়ে বিপুল সংখ্যক পুজোর উদ্বোধন করবেন তিনি। আজ দলীয় মুখপত্রের অনুষ্ঠানে নজরুল মঞ্চে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #durga Pujo, #music album

আরো দেখুন