খেলা বিভাগে ফিরে যান

টানা আটবার! বিশ্বকাপের মঞ্চে ফের পাকিস্তানকে হারাল ভারত

October 14, 2023 | 3 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টানা আটবার বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে হারল ভারত। শনিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিতরা ৭ উইকেটে হারাল বাবরদের।

রোহিত মানে শুধু আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএলে চারবার চ্যাম্পিয়ন করা দলনায়ক নন। রোহিত মানে শুধু ওয়ান ডে ক্রিকেটে ইডেনে ২৬৪ রান করা ব্যাটসম্যান নন। রোহিত মানে অন্যকিছু, বরাবরই। শনিবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে আরও একবার তা প্রমান করলেন ভারতীয় অধিনায়ক।

কোটলায় যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন আমদাবাদে শুরু করলেন রোহিত শর্মা। এদিন পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রোহিত। ৩৬ বলে এদিন হাফসেঞ্চুরি পূরণ করেন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত ৮৬ রানে শাহিনের বলে আউট হন তিনি। ততক্ষণে ভারতের জয়ের ভিত তৈরি হয়ে গিয়েছিল।

ভারতের মাটিতে এবারের বিশ্বকাপের শুরুটা ভালই হয়েছিল পাকিস্তানের। হায়দরাবাদের মাঠে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আমদাবাদে পা দিয়েছিলেন বাবর আজ়মেরা বিশ্বকাপে তাদের সব থেকে বড় ম্যাচ খেলতে। কারণ, এক দিনের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ড খুব খারাপ। সাত বারের সাক্ষাতে সাত বারই হেরেছে তারা। কিন্তু এবারও সেই রেকর্ড ভাঙতে পারলেন না বাবররা।

এদিন মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজাদের দাপটে ৫০ ওভার ব্যাটই করতে পারেননি বাবররা। ৪২.৫ ওভারে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের বিরুদ্ধে আগে ব্যাটিং করে পাক দল করে ১৯১ রান।

অথচ টসে জিতে যখন ভারত অধিনায়ক রোহিত শর্মা আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন, তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। বিশ্বকাপে ভারত-পাক মহারণের মতো চাপের ম্যাচে পরে ব্যাট করার ঝুঁকি এর আগে আর কোনও অধিনায়ক নেননি।
বাবর হাফসেঞ্চুরি করেন। মহম্মদ রিজওয়ান ৪৯ রান করে ফিরলেন বুমরার দুরন্ত ডেলিভারিতে। বুমরা, সিরাজ নন, কুলদীপও আসল সময়ে উইকেট নিয়ে ভারতের কাজ সহজ করে দিয়েছেন। পাক অধিনায়ক বাবরকে ফেরালেন সিরাজ। কুলদীপের শিকার শাকিল ও ইন্তিখাব। মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজারা প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছেন। পাকিস্তানের শেষ ছয়টি উইকেট পড়েছে মাত্র ৩০ রানের মধ্যে।

ভারত ব্যাট করতে নামলে প্রথম ধাক্কাটা দেন শাহিন শাহ আফ্রিদি। শুভমন গিলকে ফেরান তিনি। তৃতীয় ওভারের পঞ্চম বলে শুভমন বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন। ৪টি চারের হাত ধরে ১১ বলে ১৬ রান করে আউট হন শুভমন।

এরপরে রোহিত-কোহলি জুটি খেলার নিয়ন্ত্রন নিজেদের দিকে নিয়ে আসেন। দুজনেই ছিলেন মারমুখি। দশম ওভারে আউট হন কোহলি। ৩টি চারের হাত ধরে ১৮ বলে ১৬ রান করেন তিনি।

শেষটা দায়িত্ব নিয়ে শেষ করেন, শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল। শ্রেয়স করেন ৬২ বলে ৫৩ রান এবং রাহুল করেন ২৯ বলে ১৯ রান। ৩০.৩ ওভারেই ভারত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ফলে এবারও শেষ হাসি হাসল ভারত।

দেখুন UPDATES

  • ৩০.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে বিশ্বকাপের মঞ্চে অষ্টমবার পাকিস্তানকে হারাল ভারত।
  • ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৬৫/৩
  • আউটটটট! রোহিতকে (৮৬) আউট করলেন শাহিন। ভারত ১৫৬/৩। ক্রিজে ব্যাট করছেন কেএল রাহুলএবং শ্রেয়স আইয়ার
  • ২০ ওভার শেষে ভারতের স্কোর ১৪২/২। ব্যাট করছেনরোহিত শর্মা (৮০) এবং শ্রেয়স আইয়ার (২৮)।
  • ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১১১/২
  • ১৪.১ ওভারে ফের জয় মেরে সেঞ্চুরির লক্ষ্যে দৌড় রোহিতের। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১০৯/২
  • হাফসেঞ্চুরি রোহিতের। ৩৭ বলে ৩টে চার, ৪টে জয় মেরে দুরন্ত ৫০ রান করেন তিনি।
  • ১০ ওভার শেষে ভারতের স্কোর ৭৯/২। ক্রিজে আছেন রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার।
  • আউটটটট!. ৯.৫ ওভারে কোহলিকে (১৬) আউট করলেন হাসান। ভারত ৭৯/২
  • ৭ ওভারে ভারতের স্কোর ৫৪/১
  • ৬ ওভার শেষে ভারতের স্কোর ৩৯/১
  • আউটটটট! শুভমনকে (১৬) আউট করলেন আফ্রিদি। ৩ ওভার শেষে ভারতের স্কোর ২৭/১। ব্যাট করছেন রোহিত (১৫) এবং কোহলি (৫)।
  • ব্যাট করছেন রোহিত (৫) এবং শুভমন (৪)।
  • জিততে হলে ভারতকে করতে হবে ১৯২ রান।
  • আউটটটট! হ্যারিসকে (২) আউট করলেন জাডেজা। ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে গেল বাবর আজমদের দল।
  • আউটটটট! হাসানকে (১২) সাজঘরে ফেরালেন জাদেজা। পাকিস্তান ১৮৭/৯।
  • আউটটটট! নওয়াজকে (৪) ফেরালেন হার্দিক পাকিস্তান ৪০ ওভারে ১৮৭/৯।
  • ৩৭ ওভার শেষে পাকিস্তান ১৭৪/৭
  • ৩৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৭২/৭। ব্যাট করছেনমহম্মদ নওয়াজ এবং হাসান আলি
  • আউটটটট! শাদাবকে (২) আউট করলেন বুমরাহ। পাকিস্তান ৩৫.২ ওভারে ১৭১/৭।
  • ৬ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। ক্রিজে আছেন শাদাব খান এবং মহম্মদ নওয়াজ
  • আউটটটট! রিজওয়ানকে (৪৯) আউট করলেন বুমরাহ। পাকিস্তান ১৬৮/৬।
  • আউটটটট! ইফতিকারকে (৪) আউট করলেন কুলদীপ। পাকিস্তান ৩৩ ওভারে ১৬৬/৫।
  • আউটটটট! শাকিলকে (৬) আউট করলেন কুলদীপ। পাকিস্তান ১৬২/৪।
  • আউটটটট! বাবর আজম(৫০) । ২৯.৪ ওভারের সিরাজের বলে বোল্ড আউট হলেন পাক অধিনায়ক। 
  • ২৯তম ওভারে বাবর ৫৭ বল খেলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।
  • ২৭ ওভারে পাকিস্তানের স্কোর ১৩১/২
  • ২০ ওভারে পাকিস্তানের স্কোর ১০৩/২
  • ১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭৯/২। ক্রিজে ব্যাট করছেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান
  • আউটটটট! ইমাম-উল-হককে (৩৬) ফেরালেন হার্দিক। ক্যাচ নিলেন রাহুল।
  • দশ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪৯/১
  • আউটটটট! সিরাজের বলে ২৪ বলে ২০ রান করে সাজঘরে ফিরলেন আব্দুল্লা শফিক
  • ৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২৩/০
  • দ্বিতীয় ওভারে সিরাজের বলে ইমাম তিনটি ৪ মারেন। পাকিস্তানের মোট ১২ রান। ৬ বলে ৪ রান শফিকের। ৬ বলে ১২ রান ইমাম-উল-হকের।
  • ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২১/০
  • পাকিস্তানের হয়ে ওপেন করতে নেমেছেন ইমাম-উল-হক এবং আব্দুল্লা শফিক
  • টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার
TwitterFacebookWhatsAppEmailShare

#Cwc 23, #IND vs PAK, #India Vs Pakistan, #icc world cup 2023

আরো দেখুন