খেলা বিভাগে ফিরে যান

ভারতীয় বোলারদের সামনে কার্যত আত্মসমর্পন পাকিস্তানের, ১৯১ রানে অলআউট বাবররা

October 14, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আমদাবাদে বিশ্বকাপের বহু প্রতীক্ষিত ভারত-পাক ম্যাচে প্রতমার্ধে অ্যাডভান্টেজ ভারত সেকথা বলতেই হচ্ছে। ভারতের বিরুদ্ধে আগে ব্যাটিং করে পাক দল করেছে ১৯১ রান। মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজাদের দাপটে ৫০ ওভার ব্যাটই করতে পারেননি বাবররা। ৪২.৫ ওভারে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

অথচ টসে জিতে যখন ভারত অধিনায়ক রোহিত শর্মা আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন, তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। বিশ্বকাপে ভারত-পাক মহারণের মতো চাপের ম্যাচে পরে ব্যাট করার ঝুঁকি এর আগে আর কোনও অধিনায়ক নেননি।

বাবর হাফসেঞ্চুরি করেন। মহম্মদ রিজওয়ান ৪৯ রান করে ফিরলেন বুমরার দুরন্ত ডেলিভারিতে। বুমরা, সিরাজ নন, কুলদীপও আসল সময়ে উইকেট নিয়ে ভারতের কাজ সহজ করে দিয়েছেন। পাক অধিনায়ক বাবরকে ফেরালেন সিরাজ। কুলদীপের শিকার শাকিল ও ইন্তিখাব। মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজারা প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছেন। পাকিস্তানের শেষ ছয়টি উইকেট পড়েছে মাত্র ৩০ রানের মধ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

#IND vs PAK, #World Cup 2023, #CWC23, #India, #pakistan

আরো দেখুন