দেশ বিভাগে ফিরে যান

যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় আঘাত? SEZ-এর পরিবর্ত ‘দেশ’ আইনে রাজ্যের ভূমিকা নগন্য

October 14, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবার যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় কার্যত আঘাত হানতে চলেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের অধিকার আরও বাড়বে, রাজ্য সরকারকে এবার নীতি নির্ধারণে সংযুক্ত করা হবে, এসব বলা হলেওএবার ২০০৫ সালের স্পেশাল ইকনমিক জোন (SEZ)আইনকে সরিয়ে নতুন যে বিল আনা হবে, সেই ‘দেশ’ আইনে শিল্পস্থাপনের ক্ষেত্রে মূলত সুপারিশের স্তরেই থাকবে রাজ্যের ভূমিকা।

সংসদের আগামী অধিবেশনে পেশ করা হবে ডেভেলপমেন্ট অব এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিস হাবস বিল (দেশ)। জানা যাচ্ছে ,এই আইন পুরনো এসইজেড (SEZ) প্রথাকে বাতিল করে দিতে চলেছে। তাহলে, দেশে ছড়িয়ে থাকা আড়াইশোর বেশি এসইজেডের ভবিষ্যৎ কী? সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

নতুন বিলে সামগ্রিক শিল্পস্থাপনকেই আনা হয়েছে আইনের আওতায় যেখানে রাজ্যের পর্যাপ্ত ভূমিকা নেই। একটি রাজ্য স্তরের বোর্ড গঠিত হবে সার্বিক নজরদারির জন্য। নতুন কোনও শিল্পস্থাপনের অনুমোদন দেওয়া হবে একটিমাত্র অনুমোদন কমিটির মাধ্যমে। যে কমিটিতে কেন্দ্র ও রাজ্য উভয়েই থাকবে। আর কোনও সংস্থাকে অনুমোদন দেওয়া যাবে কি না, অথবা অন্য কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও বাণিজ্য মন্ত্রকের কাছে সুপারিশ করবে রাজ্য।

আগামী দিনে চরিত্রই বদলে যাবে স্পেশাল ইকনমিক জোনের। ২০০৫ সালের স্পেশাল ইকনমিক জোন আইনে অনুযায়ী সাধারণত রপ্তানিকে উৎসাহ দেওয়া এবং রপ্তানিভিত্তিক শিল্পস্থাপনই ছিল এসইজেডের উদ্দেশ্য। এবার সম্পূর্ণ বদলে যাবে পরিকল্পনা ও লক্ষ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#sez

আরো দেখুন