← রাজ্য বিভাগে ফিরে যান
আজ প্রতিপদে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, রইল UPDATE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি থাকবে।
আজ প্রতিপদ। হাওয়া অফিস জানাচ্ছে আজ মনোরম সকাল ও রাতে বাতাসে সামান্য কম আদ্রতা থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যের বেশিরভাগ জেলা থেকেই বিদায় নিয়েছে বর্ষা। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে একদম বৃষ্টি হবে না এবং আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। কলকাতায় আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকলেও গরম অনুভূত হবে।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বুধবার থেকে ঝলমলে আকাশের দেখা মিলবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গেও পুজোর কয়েকদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।