দেশ বিভাগে ফিরে যান

দীপাবলির পর মোদী বিরোধী আন্দোলনে পথে নামবেন শ্রমিক-কর্মচারী এবং কৃষকরা?

October 16, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দাবি না পূরণ হাওয়া অবধি লড়াই থেকে পিছু হঠবেন না শ্রমিক-কর্মচারী এবং কৃষকরা। কোনও মতেই মোদী সরকারকে স্বস্তি দেওয়া হবে না। দীপাবলির পরেই আবারও রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন শ্রমিক-কর্মচারী এবং কৃষকরা। এমএসপি আইন, পুরনো পেনশন, কর্মী প্রভিডেন্ট ফান্ডের ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির মতো প্রায় সব ইস্যুকেই আন্দোলন কর্মসূচির এজেন্ডায় রাখছে শ্রমিক ও কৃষক সংগঠনগুলি।

সর্বভারতীয় শ্রমিক এবং কৃষক সংগঠনগুলি শনিবার যৌথভাবে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে। আগামী মাসের ২৬-২৮ তারিখ, তিনদিন যাবৎ দেশের প্রত্যেক রাজ্যে রাজভবন ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক-কর্মচারী এবং কৃষকরা। লাগাতার ধর্নাও চালাবেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #diwali, #Farmers Protest, #modi govt, #workers protest

আরো দেখুন